• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রাজধানীতে ট্রাকের ধাক্কায় এবার নারীর হাত বিচ্ছিন্ন


নিজস্ব প্রতিবেদক জুলাই ২১, ২০১৯, ১০:০০ পিএম
রাজধানীতে ট্রাকের ধাক্কায় এবার নারীর হাত বিচ্ছিন্ন

দুর্ঘটনায় আহত রহিমা

ঢাকা: রাজধানীর হাজারীবাগে ট্রাকের ধাক্কায় পথচারী এক নারীর শরীর থেকে হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। হাত ভেঙ্গে গেছে তার বোনেরও। তাদের দু'জনকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (২১ জুলাই) সকালে বাসা থেকে অফিস যাওয়ার সময় হাজারীবাগের শেকসন ঢালে এই দুর্ঘটনা হয়।

দুর্ঘটনায় আহত রহিমা জানান, দুই বোন মিলে রাস্তার কিনার দিয়ে হাঁটছিলেন তারা। এমন সময় একটি ট্রাক এসে তাদের ধাক্কায় দিয়ে পিলারের মধ্যে চাপা দেয়। সঙ্গে সঙ্গে শাহেদার শরীর থেকে ডান হাত বিচ্ছিন্ন হয়ে যায়। শাহেদাকে উদ্ধার করতে গিয়ে হাত ভেঙ্গে যায় রহিমারও।

পরে তাদেরকে রাজধানীর জাতীয় অর্থপেডিক হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে জড়ো হয়ে তাদের স্বজনরা কান্নায় ভেঙ্গে পড়েন। তারা, এ ঘটনার বিচার ও ক্ষতিপূরণ দাবি করেছেন।

এবিষয়ে হাজারীবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) একরাম আলী বলেন, ঘটনা আমিও শুনেছি। ভুক্তভোগী কেউ এখনো অভিযোগ করেনি।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!