• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজধানীতে শাহ্জালাল ইসলামী ব্যাংকের সাবান বিতরণ


নিজস্ব প্রতিবেদক মার্চ ২৪, ২০২০, ০২:৫০ পিএম
রাজধানীতে শাহ্জালাল ইসলামী ব্যাংকের সাবান বিতরণ

ঢাকা: প্রানঘাতি করোনা ভাইরাস প্রতিরোধে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের প্রেক্ষিতে লক্ষ্যে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড-এর সিএসআর কার্যক্রমের অংশ হিসেবে রাজধানীর বনানীতে অবস্থিত কড়াইল ও গোডাউন বস্তিতে বসবাসরত প্রায় ১০ সহস্রাধিক দরিদ্র পরিবারের মাঝে সাবান বিতরণের লক্ষ্যে মঙ্গলবার (২৪ মার্চ) ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং জনসংযোগ ও ফাউন্ডেশন বিভাগ প্রধান সামছুদ্দোহা সিমু বনানী কমিউনিটি সেন্টার ভবনে অবস্থিত ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৯নং ওয়ার্ড কার্যালয়ে ওয়ার্ড কাউন্সিলর মোঃ মফিজুর রহমান (মফিজ)-এর নিকট উক্ত সাবান হস্তান্তর করেন। 

সামছুদ্দোহা আরো বলেন, করোনা ভাইরাস বিস্তার রোধে হাত পরিস্কার রাখার কোন বিকল্প নেই। যথাযথভাবে হাত ধোয়া, যথাসম্ভব জনসমাগম এড়িয়ে চলাসহ এরকম সাধারণ কিছু সতর্কতা অবলম্বন করলে আমরা এই ভাইরাসটির সংক্রমণ ও বিস্তারের ঝুঁকি কমিয়ে আনতে পারবো। 

শাহ্জালাল ইসলামী ব্যাংক ইতোমধ্যে করোনা ভাইরাস বিস্তার রোধে নানাবিধ আভ্যন্তরীন পদক্ষেপ নিয়েছে। ব্যাংকের সকলকে হ্যান্ডওয়াশ, স্যানিটাইজার ব্যবহার করানো হচ্ছে। গ্রাহকদের ব্যাংকে প্রবেশের সময় হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিস্কার এবং ডিজিটাল থার্মোমিটার যন্ত্র দিয়ে তাপমাত্রা পরীক্ষা করা হচ্ছে।    

সোনালীনিউজ/এসআই
 

Wordbridge School
Link copied!