• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রাজধানীতে সড়কে হঠাৎ বিস্ফোরণ


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ৭, ২০২০, ০৬:৩০ পিএম
রাজধানীতে সড়কে হঠাৎ বিস্ফোরণ

ঢাকা: রাজধানীর বংশালের আরমানিটোলা এলাকায় সুয়ারেজ লাইনে জমে থাকা গ্যাসের কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে সাতজন আহত হয়েছে। এছাড়া এ ঘটনায় সড়কের একপাশ চূর্ণ-বিচূর্ণ হয়ে গেছে।

বুধবার (৭ অক্টোবর) বিকেলে আরমানিটোলা মাঠের গেটের পশ্চিম পাশের সড়কে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় আহতদের মধ্যে গুরুতর অবস্থায় তিনজনকে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়। তারা হলেন- নোয়াব আলী, আব্দুর রব ও সিরাজ। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতর কন্ট্রোল রুমের অপারেটর আনিস জানান, আরমানিটোলায় সড়কের ম্যানহোলে জমে থাকা গ্যাসের কারণে বিস্ফোরণের ঘটনা ঘটে। ফায়ারের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ করছে।

বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন ফকির বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সুয়ারেজ লাইনে জমে থাকা গ্যাসের কারণে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। আহতদের মধ্যে তিনজন গুরুতর অবস্থায় মিটফোর্ড হাসপাতালে ভর্তি আছেন।

সোনালীনিউজ/এইচএন

Wordbridge School
Link copied!