• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রাজধানীর আহমেদ টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ২০, ২০২০, ০২:৫৩ পিএম
রাজধানীর আহমেদ টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে

ছবি: সংগৃহীত

ঢাকা: বনানী আহমেদ টাওয়ারে আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে, বেলা ১১ টা ৩৪ মিনিটে এই অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। 

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ফায়ার ফাইটার মো. আনিসুর রহমান।

আর ডিউটি অফিসার এরশাদ উল্লাহ টেলিফোনে জানান, রোববার বেলা ১১টা ৩৪ মিনিটে আহমেদ টাওয়ারে আগুন লাগে। খবরে পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট সেখানে পাঠানো হয়।কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার ফাইটার আনিসুর রহমান জানান, ফায়ার সার্ভিসের সর্বাত্মক প্রচেষ্টায় ১২টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত কিংবা ক্ষতির পরিমাণ জানা যায়নি।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!