• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রাজাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা


ঝালকাঠি প্রতিনিধি জুন ৪, ২০১৮, ০৬:২৪ পিএম
রাজাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা

ঝালকাঠি : জেলার রাজাপুর উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে পঁচিশ হাজার টাকা জরিমানা করেছে। সোমবার (৪ জুন) দুপুরে ঝালকাঠি জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সাফিয়া সুলতানার নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।

অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ ধারায় জরিমানা করা হয়।

রাজাপুর উপজেলার বাইপাস মোড় এলাকার মুদি দোকান মের্সাস মিজান স্টোরকে পাঁচ হাজার টাকা, মির সুলতান স্টোরকে এক হাজার টাকা, মায়ের দোয়া স্টোরকে পাঁচ হাজার টাকা, তানভীর স্টোরকে ১০ হাজার টাকা এবং স্কুল মার্কেট এলাকার বধুয়া সাজ ঘর কসমেটিক দোকানকে চার হাজার টাকা জরিমানা করা হয়।

ক্রেতা সাধারণ এমন অভিযান অব্যাহত রাখার দাবি জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!