• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রাতে পানামার বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল


ক্রীড়া ডেস্ক মার্চ ২৩, ২০১৯, ০২:২০ পিএম
রাতে পানামার বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

ঢাকা : কোপা আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ের আগে দলগুলো সময় পাচ্ছে দুই মাস। এই সুযোগই দলগুলো কাজে লাগাতে চাইছে প্রস্তুতি ম্যাচ খেলে। সেই ধারাবাহিকতায় শনিবার পর্তুগালের পোর্তোতে বাংলাদেশ সময় রাত ১১টায় পানামার বিপক্ষে মাঠে নামছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল।

চোটের কারণে এই ম্যাচে খেলতে পারবেন না নেইমার। তার আগে আরেক ম্যাচে মেক্সিকোর বিপক্ষে মাঠে নামবে শেষ দুইবারের কোপা চ্যাম্পিয়ন চিলি। বিশ্বকাপ ব্যর্থতা ভুলে দু'দলেরই লক্ষ্য নিজেদের ছন্দ ফিরে পাওয়া। ম্যাচটি শুরু হবে রাত ৮টা ১৫ মিনিটে।

নেইমারের বদলে হলুদ জার্সি গায়ে প্রস্তুত আছেন রিচার্লিসন, ফিরমিনো এবং জেসুসরা।

আর রিয়াল-বার্সার দুই তারকা ক্যাসেমিরো এবং কুতিনহো থাকবেন মাঝমাঠ সামলানোর দায়িত্বে। গোলপোস্টের নীচে চিরাচরিতভাবেই ব্রাজিলকে নির্ভরতা যোগাবে অ্যালিসনের এক জোড়া গ্লাভস। যা গলে শেষ নয় ম্যাচেই কোন গোলের দেখা পায়নি প্রতিপক্ষ দলগুলো।

পানামাকে ব্রাজিলের খুব বেশি চিন্তার কিছু নেই। এর আগের দু’বারের দেখায় দু’বারই জয়ী দলের নাম ব্রাজিল। সুতরাং ব্রাজিলই যে ফেবারিট তা আর বলতে হয় না।

সোনালীনিউজ/আরআইবি/এমটিআই

Wordbridge School
Link copied!