• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রাবিতে আসছে চীনা বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদল


রাবি প্রতিনিধি ডিসেম্বর ১০, ২০১৮, ০৭:১১ পিএম
রাবিতে আসছে চীনা বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদল

রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) উচ্চ শিক্ষা ও গবেষণার প্রসারে সমঝোতা স্মারকের লক্ষে তিন দিনের সফরে চীনের কুনমিং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ভাইস প্রেসিডেন্ট ই জিয়ানহং-এর নেতৃত্বে পাঁচ সদস্যবিশিষ্ট প্রতিনিধিদল এসেছেন। সোমবার (১০ ডিসেম্বর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. প্রভাষ কুমার কর্মকার।

ড. কর্মকার আরও জানান, মঙ্গলবার সকাল ১০টায় প্রশাসন ভবনের কনফারেন্স রুমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে উচ্চশিক্ষা ও গবেষণার প্রসারে সমঝোতা স্মারক স্বাক্ষর করা হবে। এই দিন বিকেলে প্রতিনিধিদলটি রাজশাহী চেইস (দাবা) একাডেমী পরিদর্শন ও বুধবার বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শন করবেন।

পাঁচ সদস্যবিশিষ্ট প্রতিনিধি দলের সদস্যরা হচ্ছেন- কুনমিং ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজির স্কুল অব ইন্টারন্যাশনাল এডুকেশনের চেয়ারম্যান শেন লিং, রিসার্চ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল এডুকেশন এন্ড কালচারের ডিরেক্টর পেং জিয়ানলিং, স্কুল অব ইনফরমেশন ইঞ্জিনিয়ারিং-এর ডিরেক্টর ওয়াং জিয়ান ও স্কুল অব ইন্টারন্যাশনাল এডুকেশনের ডিরেক্টর হে এয়ান।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!