• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাবিতে তিন দিনব্যাপী শিল্পকর্ম প্রদর্শনী শুরু


রাবি প্রতিনিধি ফেব্রুয়ারি ১৯, ২০১৯, ০৬:৪৭ পিএম
রাবিতে তিন দিনব্যাপী শিল্পকর্ম প্রদর্শনী শুরু

ছবি : সোনালীনিউজ

রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) তিন দিনব্যাপী শিল্পকর্ম প্রদর্শনী শুরু হয়েছে। মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে প্রদর্শনীটির উদ্বোধন করেন চারুকলা অনুষদের অধিকর্তা অধ্যাপক ড. সিদ্ধার্থ শঙ্কর তালুকদার। শিল্পকর্মটি আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মক্ত থাকবে।

আয়োজক সূত্রে জানা গেছে, ভাষা আন্দোলনের চেতনায় উজ্জীবিত শিল্পীদের শিল্পকর্ম ‘মুক্তির সূচনা’ নিয়ে ৩০টি শিল্পকর্ম স্থান পেয়েছে। ভাষা আন্দোলনের পটভূমি নিয়ে অপরাজিত, রক্তাভ সৌধের অধরা, বর্ণমালার প্রতিবিম্ব, সুপ্তি ঘোষ তৃষা, ভাষার মুক্তি, সময়ের দাবি শিল্পকর্ম প্রমুখ প্রদর্শিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের শিল্প সংগঠন শিল্পযাত্রা এ প্রদর্শনীর আয়োজন করে। এতে বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক এস এম জাহিদ, অধ্যাপক সুশান্ত কুমার অধিকারী প্রমুখ।

আয়োজক কমিটির সদস্য তাসফিহা তাবাসসুম বলেন, এদেশে রয়েছে নানা ভাষাভাষীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষ। তাদের রয়েছে আলাদা আলাদা ভাষা। ছবির মাধ্যমে তাদের সেই ভাষার মর্যাদা তুলে ধরার চেষ্টা করেছি।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!