• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাষ্ট্রীয় সাহায্য লাভের দোয়া


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ১১, ২০১৬, ০৪:০৪ পিএম
রাষ্ট্রীয় সাহায্য লাভের দোয়া

সোনালীনিউজ ডেস্ক
হিজরতের সময় আল্লাহ তাআলা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে এই দোয়া শিক্ষা দেন। মক্কা থেকে বের হওয়া থেকে শুরু করে মদিনায় পৌঁছা পর্যন্ত সমূহ বিপদাপদ থেকে নিরাপদ থেকে সফর সম্পন্ন হয়। ফলে হিজরতের সময় মক্কার শাসক বর্গের পিছনে থেকে আক্রমণ সফল। হজরত ক্বাতাদাহ রাদিয়াল্লাহ আনহু জানতেন যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আাঁচ করতে পেরেছিলেন যে, শত্রুর চক্রান্তের বেড়াজালে অবস্থান করে রিসালাতের কার্যক্রম পরিচালনা করা অসম্ভব। তাই তিনি মক্কা থেকে হিজরত কালে আল্লাহর কাছে রাষ্ট্রীয় সাহায্য চেয়েছিলেন। যা এখানে তুলে ধরা হলো-

উচ্চারণ : রাব্বি আদখিলনি মুদখালা ছিদক্বিও ওয়া আখরিঝনি মুখরাঝা ছিদক্বিও ওয়াঝআললি মিল্লাদুনকা সুলত্বানান নাছিরা। (সুরা বনি ইসরাইল : আয়াত ৮০)

অর্থ : ‘হেআমাদের প্রভু! আমাকে দাখিল করুন সত্যরূপে, বের করুন সত্যরূপে এবং দান করুন আমাকে নিজের নিকট থেকে রাষ্ট্রীয় সাহায্য।’

সুতরাং মুসলিম উম্মাহর উচিত, সকল প্রকার সাহায্য-ই আল্লাহ তাআলার নিকট চাওয়া উচিত। হোক ব্যক্তিগত, পারিবারিক কিংবা রাষ্ট্রীয় সাহায্য। আল্লাহ তাআলা সবাইকে তাঁর মদদ কামনা করার তাওফিক দান করুন। আমিন।

সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!