• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রাস্তায় ফেলে যাওয়া নবজাতককের ঠাঁই পূর্ণিমার কোলে


জামালপুর প্রতিনিধি জানুয়ারি ৫, ২০২০, ০৮:৩৩ এএম
রাস্তায় ফেলে যাওয়া নবজাতককের ঠাঁই পূর্ণিমার কোলে

জামালপুর : ফুটফুটে এক নবজাতককে পাওয়া গেল রাস্তার পাশে। সমাজে মুখ দেখানোর লজ্জায় পাপিষ্ঠ বাবা-মা নবজাতককে ফেলে গেলেও তার ঠাঁই হলো অন্য মায়ের কোলে।

শনিবার (৪ জানুয়ারি) সকালে জামালপুরের সরিষাবাড়ীতে উপজেলার পিংনা দক্ষিণপাড়া জামে মসজিদের সামনে তারাকান্দি-ভুয়াপুর সড়কে ছেলে নবজাতকটি পাওয়া যায়। বর্তমানে নবজাতকটি পিংনা গ্রামের হাজি আবুল হোসেনের পুত্রবধূ পূর্ণিমা বেগমের কাছে রয়েছে।

হাজি আবুল হোসেন জানান, শনিবার সকালে ফজরের নামাজ শেষে মুসল্লিরা বাড়ি ফিরছিলেন। এ সময় রাস্তার পাশে একটি গর্তে বাচ্চাটিকে কাঁদতে দেখেন। পরে নবজাতক ছেলেটিকে অন্য মুসল্লিদের পরামর্শে নিজ বাড়িতে নিয়ে যান তিনি।

তিনি আরো জানান, তার ছেলে আব্দুল জলিল ও পুত্রবধূ পূর্ণিমার ঘরে সাত বছর বয়সী একটি মেয়ে রয়েছে। তাদের আর সন্তান হচ্ছে না। তাই ছেলে নবজাতকটি পেয়ে তারা সন্তান হিসেবে লালন-পালনের সিদ্ধান্ত নেন।

পূর্ণিমা বেগম বলেন, ছেলেটি পেয়ে আমরা খুশি। ওর মা ওকে সন্তানের স্বীকৃতি না দিলেও আমরা মানুষের মতো মানুষ করব। এদিকে ছেলেটির নাম আব্দুল্লাহ বিন ওয়াহিদ আলিফ রাখা হয়েছে বলেও তিনি জানান।

তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মোহব্বত কবীর বলেন, বিষয়টি শুনেছি, তবে কারো কোনো অভিযোগ নেই।

সোনালীনিউজ/এএস

Wordbridge School
Link copied!