• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাস্তায় বিক্ষোভ করছেন নটর ডেমের শিক্ষার্থীরা


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ১৪, ২০১৯, ০৩:১৬ পিএম
রাস্তায় বিক্ষোভ করছেন নটর ডেমের শিক্ষার্থীরা

ঢাকা: রাজধানী শাপলা চত্বর এলাকায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনায় বিচার চেয়ে রাস্তায় নেমে বিক্ষোভ করছেন নটর ডেম স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা।

সোমবার (১৪ অক্টোবর) দুপুর ১টার দিকে শিক্ষার্থীরা প্রথমে শাপলা চত্বর এলাকায় অবস্থান নেন।

আর এ সময় রাস্তায় বসে তারা উই ওয়ান্ট জাস্টিসসহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। ছাত্রদের অবস্থানের কারণে রাস্তায় যানচলাচল বন্ধ হয়ে পড়ে। পরে পুলিশ এসে বিক্ষুব্ধ ছাত্রদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেয়। রাস্তা ছেড়ে দেওয়ার পর ছাত্ররা কলেজ গেটে জড়ো হয়ে আবার বিক্ষোভ শুরু করেন। সেখানে উপস্থিত হন নটর ডেম কলেজের রসায়ন বিভাগের শিক্ষক সঞ্জিত কুমার ‍গুহ।

এদিকে, ছাত্রদের দাবির বিষয়ে সঞ্জিত কুমার গুহ বলেন, ‘ছাত্রদের দাবির সঙ্গে আমরা একমত। আমরা এই হত্যাকাণ্ডের বিচার দাবি করছি পাশাপাশি ছাত্রদের বোঝানোর চেষ্টা করছি তারা যেন ক্লাসে ফিরে যায়।’

বিষয়টি নিয়ে নটর ডেম কলেজের প্রশাসনিক কর্মকর্তা ব্রায়ন রোজারিও বলেন, ‘আবরার ফাহাদ নটর ডেম কলেজের প্রাক্তন ছাত্র। এই অনুভূতির জায়গা থেকে শিক্ষার্থীরা হয়ত রাস্তায় নেমেছে। বুয়েটে যে ঘটনা ঘটেছে তাতে আমরা মর্মাহত, আমরাও এর বিচার দাবি করছি।’

তিনি আরো বলেন, ‘তবে ছাত্রদের কর্মসূচির কারণে কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সে বিষয়টি আমরা দেখছি। ছাত্রদের বুঝিয়ে কলেজ ক্যাম্পাসের ভেতরে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে।’

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!