• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রায়হান কবিরের ওয়ার্ক পারমটি বাতিল করলো মালয়েশিয়া


নিউজ ডেস্ক জুলাই ১২, ২০২০, ০১:২০ পিএম
রায়হান কবিরের ওয়ার্ক পারমটি বাতিল করলো মালয়েশিয়া

ঢাকা : কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরায় সাক্ষাৎকার দেয়ার প্রেক্ষিতে বাংলাদেশি তরুণ রায়হান কবিরের (২৫) ওয়ার্ক পারমিট বাতিল করেছে মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগ (জেআইএম)।

দেশটির পুলিশের প্রধান তান শ্রী আব্দুল হামিদ বদর জেআইমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মালয়েশিয়ার স্থানীয় সংবাদ মাধ্যম মাই মেট্রো এবং গেমপাকের প্রতিবেদনে জানা যায়, রোববার (১২জুলাই) আব্দুল হামিদ ইমিগ্রেশন বিভাগকে জানান, 'রায়হান কবিরের ওয়ার্ক পারমিট বাতিল করা হয়েছে। তার নিজ দেশে ফেরত যাওয়ার আগে তাকে আত্মসমর্পণ করতে হবে।'

এর আগে গত মঙ্গলবার বাংলাদেশি তরুণ রায়হানকে খুঁজে দিতে গণবিজ্ঞপ্তি জারি করে মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগ। ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩ ধারা অনুযায়ী তদন্তের স্বার্থে তাকে খোঁজা হচ্ছে বলে জানিয়েছে মালয়েশিয়া পুলিশ।

গত ৩ জুলাই আল জাজিরা 'লকড আপ ইন মালয়েশিয়াস লকডাউন' শীর্ষক ২৫ মিনিটের একটি প্রতিবেদন প্রকাশ করে জনপ্রিয় ১ও১ ইস্ট অনুষ্ঠানে। যেখানে কোভিড-১৯ মহামারি চলাকালীন সময়ে অভিবাসী শ্রমিকদের ওপর নিপীড়নের বিভিন্ন চিত্র উঠে আসে। সেই প্রতিবেদনে সাক্ষাৎকার দেয়াকে কেন্দ্র করে রায়হানকে খুঁজছে পুলিশ।

সোনালীনিউজ/এএস

Wordbridge School
Link copied!