• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রিয়ালের ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর বেকহাম


ক্রীড়া ডেস্ক অক্টোবর ২৬, ২০১৬, ১১:৪২ এএম
রিয়ালের ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর বেকহাম

ফের সান্তিয়াগো বার্নাব্যুতে ফিরলেন ফুটবলের তারকা ডেভিড বেকহাম। তবে ফুটবলার হিসেবে নয়, এবার তাকে নিজেদের ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর করছে রিয়াল। যুক্তরাষ্ট্রে স্প্যানিশ এই ক্লাবটির দূত হিসেবে দায়িত্ব পালন করবেন সাবেক এই ইংলিশ ফুটবলার।

ফ্লোরেন্টিনা পেরেজ রিয়ালের প্রেসিডেন্ট হিসেবে যোগ দেওয়ার পর গুরুত্বপূর্ণ কাজগুলোর মধ্যে একটি ছিল বেকহামকে রিয়ালে ভিড়ানো। বেকহাম ছাড়াও এই দলে আরও সংযুক্ত করেত চান সাবেক রিয়াল তারকা লুইস ফিগো, রোনালদো নাজারিও, রবার্তো কার্লোস এবং এখন দলের প্রধান কোচ হিসেবে নিযুক্ত থাকা জিনেদিন জিদানকে।

বেকহাম ১৯৯৩ সাল থেকে ম্যানচেস্টার ইউনাইটেডের সিনিয়র দলে খেলা শুরু করেন। ২০০৩ পর্যন্ত সেখানে খেলেন তিনি। এরপর ২০০৩ থেকে রিয়ালে খেলেছেন এই ইংলিশ ফুটবলার। ২০০৭ সালে এই ক্লাব ছাড়ার আগে একটি লা লিগা ও একটি সুপারকোপা শিরোপা জেতেন। এরপর লা গ্যালাক্সি, এসি মিলান ও প্যারিস সেইন্ট জার্মেইনের (পিএসজি) হয়ে খেলেও ক্লাবগুলোকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। দীর্ঘ ও সমৃদ্ধ ক্যারিয়ার শেষে বেকহাম অবসরে যান ২০১৩ সাল।

সোনালীনিউজ/ঢাকা/এমটিআই

Wordbridge School
Link copied!