• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রুবেল বললেন এরকম কথা কখনো বলিনি


ক্রীড়া প্রতিবেদক ডিসেম্বর ৫, ২০১৮, ০৮:২১ পিএম
রুবেল বললেন এরকম কথা কখনো বলিনি

ছবি: সংগৃহীত

ঢাকা: ওয়েস্ট ইন্ডিজকে টেস্ট সিরিজে বাংলাদেশ নাস্তানাবুদ করেছে স্পিন দিয়ে। দুই টেস্টে চার স্পিনার মিলিয়ে তুলে নিয়েছেন ৪০ ‍উইকেট। ওয়ানডে সিরিজ শুরু হতে প্রেক্ষাপটটা বদলে যাচ্ছে। অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাই একজন পেসার। তাঁর সঙ্গে রয়েছেন আরো তিন পেসার। দুজন অনিয়মিত পেসারও রয়েছেন।

ঘরের মাঠে টেস্টে স্পিন-রাজত্বে পেসাররা দায় এড়াতে পারেন না। রুবেল হোসেন দীর্ঘ পরিসরের ক্রিকেট খেলতে পছন্দ করেন না-এরকম খবর এসেছে সংবাদমাধ্যমে। তবে বুধবার এই কথাগুলোকে তিনি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন, ‘সম্পূর্ণ মিথ্যা। এ ধরনের কথা কারা বের করেছে জানি না। আমি টেস্ট খেলতে চাইব না কেন? এই ক্রিকেটই আমার রুটি-রুজি। এটা করেই আমাকে চলতে হয়। আমার পরিবার চলে। খেলার সঙ্গে তো প্রতারণা করার কিছু নেই। আমি জানি না এটা কারা ছড়িয়েছে, কখনই বলিনি টেস্ট ক্রিকেট খেলতে চাই না।’

মিরপুর টেস্টে বাংলাদেশ একজন পেসারকেও খেলায়নি। যেটাকে রুবেল বলছেন দুঃখজনক। তিনি বলেন, ‘পেস বোলারদের জন্য একটু দুঃখজনক। একটা পেস বোলার না নিয়ে আমরা টেস্ট খেলছি, আমাদের কন্ডিশন, উইকেট এমনই ছিল। আমাদের দেশের মাটিতে সফল হয়েছি। দলের পরিকল্পনা হয়তো ওভাবেই ছিল। আর পেস বোলারদের জন্য একটু তো খারাপ লাগেই।’

লম্বা স্পেলে বল করতে চান না বলে টেস্টের প্রতি আগ্রহ কম-এমন অভিযোগ মানতে নারাজ রুবেল। তাঁর কথা, ‘এ ধরনের কিছু না। আমি বিসিএলে বোলিং করছি না? ম্যাচ খেলছি। টেস্ট যদি উপভোগই না করতাম তাহলে এটা এড়িয়ে চলতাম। খেলার সঙ্গে কখনোই প্রতারণা করি না।’

টেস্টের তুলনায় বাংলাদেশের পেসাররা ওয়ানডেতে বেশি সফল। এর কারণ রুবেল ব্যাখ্যা করলেন এভাবে, ‘ওয়ানডেতে উইকেট স্পিন-সহায়ক থাকবে না, যেভাবে টেস্টে ছিল। আর আমাদের যে পেস বোলাররা আছে, এই কন্ডিশনে সব সময় ম্যাচ জেতাতে পারবে। আসলে টেস্ট ক্রিকেটে আমাদের বোলারদের মধ্যে সব সময় স্পিনাররাই রাজত্ব করে আসছে। পেস বোলাররা সেভাবে সাফল্য পাচ্ছে না। ওয়ানডে সম্পূর্ণ আলাদা একটা সংস্করণ। এক দিনের খেলা, যারা যেদিন যত ভুল কম করবে, তারা তত ভালো খেলবে।’

সোনালীনিউজ/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!