• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রোগীকে ৩ কেজি নাপা খেতে দিলেন সলিমুল্লাহ মেডিকেলের ডাক্তার!


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ১৬, ২০১৯, ০৭:০২ পিএম
রোগীকে ৩ কেজি নাপা খেতে দিলেন সলিমুল্লাহ মেডিকেলের ডাক্তার!

ঢাকা: রাজধানীর মিটফোর্ডে অবস্থিত স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে শাহাদাত নামে এক রোগীকে প্রেসক্রিপশন দিলেন ৩ কেজি ওষুধ খেতে দেয়ার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) প্রচন্ড জ্বর নিয়ে অত্র হাসপাতালের বহির্বিভাগে ডাক্তার দেখাতে গেলে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী রোগী শাহদাত হোসেন জানান, বৃহস্পতিবার (১১ এপ্রিল) দুপুর ১২টায় প্রচন্ড জ্বর নিয়ে আমি সলিমুল্লাহ মেডিকেলের আউটডোরে প্রায় দুই ঘন্টা লাইনে দাঁড়িয়ে ডাক্তার দেখাই। এসময় দায়িত্বরত চিকিৎসক আমাকে পরীক্ষা নিরীক্ষা ছাড়াই প্রেসক্রিপশন লিখে দেন।

ভুক্তভোগী রোগী জানান, আমাদেরকে ডাক্তাররা মানুষ হিসাবে মনে করেন না। সরকারি হাসপাতালে ডাক্তারদের রোগীর প্রতি অনীহার কারণেই মানুষ প্রাইভেট ক্লিনিক হাসপাতালে যাচ্ছে। তিনি এইসব ডাক্তারদের শাস্তি দাবি করেন।

প্রেসক্রিপশন নিয়ে হাসপাতালের বাইরের ফার্মেসিতে গেলে তা ওষুধ দিতে অস্বীকার করলে বিষয়টি সামনে আসে। ফার্মেসি থেকে ফিরে দেখি হাসপাতালের আউটডোর বন্ধ। তখন উপায় না দেখে প্রাইভেট চেম্বারে ডাক্তারের শরনাপন্ন হই।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!