• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রোজা শুরু কবে, জানা যাবে সন্ধ্যায়


নিজস্ব প্রতিবেদক মে ৬, ২০১৯, ১০:০০ এএম
রোজা শুরু কবে, জানা যাবে সন্ধ্যায়

ঢাকা: বাংলাদেশে পবিত্র রমজান মাস শুরু হবে তা জানা যাবে আজ সন্ধ্যায়। এদিন সোমবার (৬ মে) সন্ধ্যা ৭টায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বসবে।

ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহর সভাপতিত্বে সভায় ১৪৪০ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। টেলিফোন নম্বর : ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭। ফ্যাক্স নম্বর : ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১।

এদিকে সৌদি আরব,  সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান, মিসর, মালয়েশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়ায় পবিত্র মাহে রমজান শুরু হচ্ছে সোমবার (৬ মে)। মধ্যপ্রাচ্য ও ইউরোপ ছাড়াও সিঙ্গাপুরেও সোমবার থেকে রোজা শুরু হচ্ছে।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!