• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রোডসের চোখে মাশরাফি একজন ‘যোদ্ধা’


ক্রীড়া প্রতিবেদক নভেম্বর ২, ২০১৮, ০৩:১৪ পিএম
রোডসের চোখে মাশরাফি একজন ‘যোদ্ধা’

মাশরাফি বিন মুর্তজা। ফাইল ছবি

ঢাকা : মাশরাফি বিন মুর্তজাকে একজন ‘যোদ্ধা’ মনে করেন বাংলাদেশের কোচ স্টিভ রোডস। শনিবার থেকে বাংলাদেশ-জিম্বাবুয়ের মধ্যে শুরু হবে টেস্ট সিরিজ। তার আগে মাশরাফি-সাকিব আল হাসানকে নিয়ে মূল্যায়ন করলেন রোডস। অধিনায়ক হিসেবে মাশরাফি কেমন? বৃহস্পতিবার রোডস সংবাদমাধ্যমের সামনে এসে বলেন,‘ ম্যাশও একসঙ্গে কাজ করার জন্য অসাধারণ একজন মানুষ। সাকিবের চেয়ে ও আলাদা, অনেক প্যাশন ও গর্ব নিয়ে খেলে সে। এমন নয় যে সাকিব তা করে না, তবে ম্যাশ বেশি ফুটিয়ে তুলতে পারে। দলের কাছ থেকে অনেক কিছু প্রত্যাশা করে সে এবং সবার কাছ থেকে সেরাটা বের করে আনে। সে একজন যোদ্ধা, দারুণভাবে নেতৃত্ব দিচ্ছে দলকে। ওর সঙ্গে কাজ করতে উপভোগ করি আমি।’

সাকিবের নেতৃত্ব নিয়েও দারুন মুগ্ধ কোচ। তাঁর কাছ থেকে প্রতিনিয়ত শেখার চেষ্টা করেন বলেও জানালেন রোডস,‘ এখনও পর্যন্ত যা মনে হয়েছে, একসঙ্গে কাজ করার জন্য সাকিব দুর্দান্ত অধিনায়ক। আগে অনেক অধিনায়কের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা হয়েছে আমার। সাকিব এখনও পর্যন্ত আমার দেখা সেরা ট্যাকটিকাল অধিনায়ক। ওর দারুণ কিছু শক্তির দিক আছে। আমিও ওর কাছ থেকে শিখি।’

অধিনায়ক মাহমুদউল্লাহকে এখনও দেখার সুযোগ হয়নি রোডসের। তারপরও তাঁকে নিয়ে যথেষ্ট ভালোলাগা রয়েছে কোচের। তিনি বলছেন,‘ এখন রিয়াদ আমার জন্য নতুন অধিনায়ক। প্রাথমিক অভিজ্ঞতা দারুণ। দল নির্বাচন ও অন্যান্য ভাবনা নিয়ে ছোট্ট একটি মিটিং হয়েছে ওর সঙ্গে। আশা করি নির্বাচকেরা সেই পথেই এগোবে। তবে সবকিছুই দ্রুত হয়েছে, আমার মনে হলো, বাহ, ভালো তো! আজকে (বৃহস্পতিবার) রিয়াদ, আমার ও অ্যানালিস্টের আরেকটি মিটিং আছে। আরও ভালো বুঝতে পারব।’

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/এইচএআর

Wordbridge School
Link copied!