• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রোনালদোর পর্তুগালকে জিততে দেয়নি ইউক্রেন


ক্রীড়া ডেস্ক মার্চ ২৩, ২০১৯, ০১:৫০ পিএম
রোনালদোর পর্তুগালকে জিততে দেয়নি ইউক্রেন

ঢাকা: ইউরো-২০২০ বাছাইপর্বের শুরুতেই পয়েন্ট হারিয়েছে প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়নরা। লিসবনে শুক্রবার রাতে ‘বি’ গ্রুপের ম্যাচটি গোলশূন্য ড্র হয়। দীর্ঘ বিরতি শেষে জাতীয় দলে ফেরাটা স্মরণীয় করা হলো না ক্রিস্টিয়ানো রোনালদোর। একের পর এক আক্রমণ করেও ইউক্রেনের জালে বল পাঠাতে পারল না পর্তুগাল।

একটি সুযোগ ছিল ২৪ মিনিটে। সে সময় গেররেরোর পাস দারুণ পজিশনে পেয়ে ভিতরে ঢুকে আন্দ্রি পিয়াতভের দুপায়ের ফাঁক দিয়ে সামনে বাড়াতে চেয়েছিলেন রোনালদো। তবে প্রস্তুত ছিলেন গোলরক্ষক।

দ্বিতীয়ার্ধের শুরুতে আবারও পিয়াতভ বাধায় গোলবঞ্চিত হয় ইউরোপ চ্যাম্পিয়নরা। ডি-বক্সের ঠিক বাইরে থেকে সেভিয়া ফরোয়ার্ড আন্দ্রে সিলভার বুলেট গতির শট ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে ঠেকান গোলরক্ষক।

আরেকটি সুযোগ ছিল ৮৬ মিনিটে। তাতেও শেষ পর্যন্ত বেঁচে যায় পর্তুগাল। ইয়েভেন কোনোপ্লিয়াঙ্কার দূরপাল্লার শট গোলরক্ষক ঠেকালেও বিপদমুক্ত করতে পারেননি। ফিরতি বলে মোরায়েসের প্রচেষ্টা এক ডিফেন্ডারের পায়ে লেগে পোস্ট ঘেঁষে বাইরে চলে যায়। ফলে ম্যাচটি গোলশূন্য ড্র হয়।

সোনালীনিউজ/আরআইবি/আকন

Wordbridge School
Link copied!