• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক চাপ সন্তোষজনক নয়


কক্সবাজার প্রতিনিধি জুলাই ২, ২০১৮, ০৮:২৫ পিএম
রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক চাপ সন্তোষজনক নয়

কক্সবাজার: জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ সন্তোষজনক নয়।

সোমবার (২ জুলাই) কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে জাতিসংঘ মহাসচিব সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিমসহ আন্তর্জাতিক বিভিন্ন দাতা সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তিনি বলেন, নির্যাতিত এসব মানুষের নাগরিক অধিকার নিশ্চিতকরণের মধ্য দিয়ে তাদের নিরাপদ প্রত্যাবাসনের পরিবেশ তৈরির লক্ষ্যে বিশ্বনেতাদের আরও জোরালো ভূমিকা পালনের অনুরোধ জানান।

অ্যান্তোনিও বলেন, ‘বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে বাংলাদেশ যে মানবিকতা দেখিয়েছে, তা বিশ্বে বিরল। আমরা রোহিঙ্গাদের নাগরিকত্বসহ নানা অধিকারের জন্য কাজ করে যাবো। আমরা চাই রোহিঙ্গারা রাখাইনে নিরাপদে ফিরে যাক। এজন্য মিয়ানমার সরকারকে চাপ প্রয়োগের মাধ্যমে বাধ্য করা হবে।’

গুতেরেস আরও বলেন, ‘রোহিঙ্গাদের সঙ্গে কথা বলে যতটুকু জেনেছি তা অমানবিক। তাই রোহিঙ্গারা হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ নির্যাতিত জাতি। তাদের পাশে দাঁড়ানো প্রত্যেকের দায়িত্ব। এজন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও জোরালো ভূমিকা পালন করতে হবে। চাপ প্রয়োগ করতে হবে মিয়ানমারের ওপর, যাতে রোহিঙ্গারা ন্যায় বিচার এবং স্বদেশে ফিরে গিয়ে তাদের অধিকার পায়।’

বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম বলেন, ‘চলমান রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশকে ৪৪৮ মিলিয়ন ডলার অর্থ সহায়তা দেওয়া হবে। আমরাও চাই রোহিঙ্গারা স্বদেশে ফিরে যাক। যতদিন পর্যন্ত প্রত্যাবাসন হবে না, ততদিন পর্যন্ত আমরাও রোহিঙ্গাদের পাশে থাকবো।’

সোনালীনিউজ/জেএ

Wordbridge School
Link copied!