• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা সহায়তায় ৯২০ মিলিয়ন ডলার চায় জাতিসংঘ


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ১৫, ২০১৯, ০৮:৩৫ পিএম
রোহিঙ্গা সহায়তায় ৯২০ মিলিয়ন ডলার চায় জাতিসংঘ

ঢাকা : রোহিঙ্গাদের সহায়তার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এক বছরে ৯২০ মিলিয়ন মার্কিন ডলার আর্থিক সহায়তা চেয়েছে জাতিসংঘ।

শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) এ বিষয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জাতিসংঘ শরণার্থী সংস্থা ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৯ সালে বাংলাদেশে অবস্থানকারী প্রায় ১০ লাখ রোহিঙ্গা এবং প্রায় সাড়ে তিন লাখ স্থানীয় জনগোষ্ঠীর মানবিক সহায়তার জন্য এই ৯২০ মিলিয়ন ডলার খরচ হবে। সহায়তার অর্ধেকের বেশি খাদ্য, পানি, পয়ঃনিষ্কাশন, বাসস্থানের জন্য বরাদ্দ করা হবে। বাকি অর্থ স্বাস্থ্য, ক্যাম্প ব্যবস্থাপনা ইত্যাদি খাতে ব্যয় হবে।

এছাড়া, রোহিঙ্গাদের জন্য যৌথ রেসপন্স প্ল্যান ঘোষণা করেছে জাতিসংঘ এজেন্সিগুলো এবং এনজিও সহযোগীরা। নতুন পরিকল্পনায় মোট ১৩২টি সংস্থা রোহিঙ্গাদের জন্য কাজ করবে।

প্রসঙ্গত, গত বছর রোহিঙ্গাদের সহায়তায় জাতিসংঘের পক্ষ থেকে ৯৫০ মিলিয়ন ডলার সহায়তা চাইলেও পাওয়া গিয়েছিল ৬৫৫ মিলিয়ন ডলার।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!