• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে মানবিক নজির গড়েছে বাংলাদেশ


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ২৪, ২০১৯, ১২:৩১ পিএম
রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে মানবিক নজির গড়েছে বাংলাদেশ

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ১১ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে বাংলাদেশ মানবিক সহায়তার উজ্জ্বল নজির গড়েছে। বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে তিন দিনব্যাপী চতুর্থ আরসিজি (রিজওনাল কনসালটেটিভ গ্রুপ) সম্মেলন উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

দুর্যোগ মোকাবিলায় আন্তঃদেশীয় সমন্বয় জোরদার করতে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, দুর্যোগ প্রতিরোধ করা না গেলেও এর পরবর্তী ক্ষয়ক্ষতি কমাতে আঞ্চলিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, আমরা প্রাকৃতিক দুর্যোগ হয়তো প্রতিরোধ করতে পারবো না। তবে দুর্যোগের পর যে ক্ষয়ক্ষতির পরিমাণ, তা হ্রাস করতে পারি। এক্ষেত্রে আঞ্চলিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ ‘রোল মডেল’ হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আরসিজি সম্মেলন দুর্যোগ মোকাবিলায় সমন্বয় বাড়াতে ভূমিকা রাখবে।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!