• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রোহিত-কোহলিদের হারিয়ে চিপকে চাপে পড়ে গেছে ভারত


ক্রীড়া ডেস্ক ডিসেম্বর ১৫, ২০১৯, ০৪:২১ পিএম
রোহিত-কোহলিদের হারিয়ে চিপকে চাপে পড়ে গেছে ভারত

ঢাকা: চেন্নাইয়ের চিদাম্বরণ স্টেডিয়ামে রোহিত শর্মা-বিরাট কোহলিদের হারিয়ে চাপে পড়ে গেছে ভারত। রোববার (১৫ ডিসেম্বর) প্রথম ওয়ানডেতে টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠান ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক কায়রন পোলার্ড। তাঁর এই সিদ্ধান্তে অবাকই হয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।

প্রথমে ব্যাট করতে চেয়েছিল ভারত। প্রথমে ব্যাট করে বিপক্ষের উপরে চাপ বাড়ানোই লক্ষ্য থাকে ভারতের। রোববার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ভারতকে ব্যাট করতে পাঠিয়ে কোহলিদেরই ইচ্ছাপূরণ ঘটালেন পোলার্ড। টসের পরে কোহালি ধারাভাষ্যকার মুরালি কার্তিক জানিয়েছেন, পোলার্ডের সিদ্ধান্ত তাঁকে অবাকই করেছে।

ব্যাট করতে নেমে শুরু থেকে শট খেলতে সমস্যায় পড়ছেন ভারতীয় ব্যাটসম্যানরা। বল খুব সহজে ব্যাটে আসছে না। কটরেলের বলে মাত্র ৬ রান করে ফিরে যান লোকেশ রাহুল। বিরাট কোহলিকেও (৪) বোল্ড করলেন কটরেল। ১০ ওভারে ভারতের রান ২ উইকেটে ৩৩। শুরুতেই চাপে পড়ে গিয়েছে ভারত। রোহিত শর্মাও ফিরে গেছেন জোসেফের বলে। এ প্রতিবেদন লেখার সময় ৩ উইকেটে ১০০ রান তুলেছে ভারত। শ্রেয়াস আইয়ার ৩৮ রান নিয়ে ব্যাট করছেন।   

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডের প্রথম একাদশে একাধিক পরিবর্তন এনেছে ভারত। মিডল অর্ডার শক্তিশালী করার জন্য দলে নেওয়া হয়েছে কেদার যাদবকে। বিশ্বকাপের পরে কেদার যাদবকে ভারতের জার্সিতে খেলতে দেখা যায়নি। এদিনই শিবম দুবের ওয়ানডেতে অভিষেক ঘটেছে।

সোনালীনিউজ/আরআইবি

Wordbridge School
Link copied!