• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

র‌্যাবের অভিযানে অস্ত্র গোলাবারুদ জব্দ, আটক ১


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি সেপ্টেম্বর ১৬, ২০১৯, ০৪:৫০ পিএম
র‌্যাবের অভিযানে অস্ত্র গোলাবারুদ জব্দ, আটক ১

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কয়লাবাড়ি এলাকা থেকে বিদেশী পিস্তল, ওয়ান শুটার গান ও গোলাবারুদ জব্দ করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা। অভিযানে এক যুবককে আটক করেছে র‌্যাব-৫। র‌্যাবের দাবী আটক যুবক একজন অস্ত্র ব্যবসায়ী।

আটক যুবক হচ্ছে- জেলার শিবগঞ্জ উপজেলার কয়লাবাড়ি এলাকার মো. ফজলুর রহমানের ছেলে মো. মজিবুর রহমান (৩২)।

র‌্যাব-৫ রাজশাহীর উপ-পরিচালক সোমবার দুপুর ১২টায় জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ রাজশাহীর সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল কোম্পানী কমান্ডারের নেতৃত্বে ভোর ৬টায় জেলার শিবগঞ্জ উপজেলার কয়লাবাড়ী-চাকপাড়া পাকা রাস্তার পশ্চিমে সাত্তারের আমবাগানের সামনে অভিযান পরিচালনা করে। 

এ সময় সেখানে কয়েকজনের গতিবিধি সন্দেহজনক হলে র‌্যাব তাদেরকে তল্লাশি করে। তল্লাশি কালে শীর্ষ অস্ত্র ব্যবসায়ী মজিবুর রহমানের কাছ থেকে ২টি ৭.৬৫ মি.মি. বিদেশী পিস্তল, ১টি ৯ মি.মি. বিদেশী পিস্তল, ১টি ওয়ান শুটার গান, ৩টি পিস্তলের ম্যাগজিন এবং ১৬ রাউন্ড পিস্তলের গুলি জব্দ করা হয়। পরে তাকে আটক করে শিবগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!