• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

লকডাউন পরিবারের ঘরে ঘরে খাদ্য পৌঁছে দিলেন এমপি


ময়মনসিংহ প্রতিনিধি এপ্রিল ১৫, ২০২০, ০৮:৪৩ পিএম
লকডাউন পরিবারের ঘরে ঘরে খাদ্য পৌঁছে দিলেন এমপি

ময়মনসিংহ : ময়মনসিংহের গফরগাঁও প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর গত বৃহস্পতিবার রাতে পৌর শহরে বীর মুক্তিযোদ্ধা মীর বদরুল আলম সড়কের ২৩টি বাড়ি লকডাউন করে দেয় প্রশাসন। এসব বাড়ির প্রায় অর্ধ-শতাধিক পরিবারের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় সংসদ সদস্য।

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেলের দেওয়া খাদ্য সামগ্রী ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন গফরগাঁও সার্কেল ও থানা প্রশাসন ।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আলী হায়দার চৌধুরী, পৌর মেয়র এসএম ইকবাল হোসেন সুমন, গফরগাঁও থানার অফিসার ইনচার্জ অনুকূল সরকার, পৌরসভা যুবলীগের যুগ্ন আহবায়ক তাজমুন আহমেদ প্রমুখ।

লকডাউনে থাকা বাড়িগুলোর তালিকা অনুযায়ী মাইকে সকল পরিবার প্রধানদের ডেকে প্যাকেট করা  ১০ কেজি চাউল, ১ কেজি ডাল, আটা ১ কেজি,১ লিটার সয়াবিন তেল, এক প্যাকেট গুড়া দুধ,১২ টি ডিম,১ কেজি চিনি,১ কেজি লবন,১ কেজি পেঁয়াজ, সবজি ২ কেজি,  ২ কেজি আলু, লেবু ৪টি, ১টি সাবান, হলুদ মরিচ ও ধনিয়া প্রতিটি এক প্যাকেট মসলা সহ আগামী ১০দিন চলার মতো সামগ্রী  দেওয়া হয়। 

উল্লেখ্য, লকডাউন ঘোষণা করা বাড়িগুলোতে ৬২টি পরিবার বাস করে। এর মধ্যে হত দরিদ্র হকার, রিকশাওয়ালা, চা বিক্রেতার পরিবারও রয়েছে। 

অতিরিক্ত পুলিশ সুপার আলী হায়দার চৌধুরী বলেন,খাদ্য সামগ্রী পেয়ে অসহায় পরিবারগুলোর খাদ্য সংকট দূর হবে। জাতীয় সংসদ সদস্য গফরগাঁও সার্কেল ও থানা প্রশাসনের তত্ত্বাবধানে এ খাদ্য সামগ্রী গুলো বিতরণ করেন।

এমএ/এইচএস
 

Wordbridge School
Link copied!