• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

লকডাউন ভেঙে গাড়িবহর নিয়ে ওয়ারীতে ডিএসসিসি কর্মকর্তা এমদাদুল


নিজস্ব প্রতিবেদক জুলাই ৪, ২০২০, ০৪:৪১ পিএম
লকডাউন ভেঙে গাড়িবহর নিয়ে ওয়ারীতে ডিএসসিসি কর্মকর্তা এমদাদুল

ছবি: সংগৃহীত

ঢাকা: দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মো. এমদাদুল হক পুরান ঢাকার ওয়ারী এলাকায় লকডাউনের মধ্যেই গাড়িবহর নিয়ে ঢুকে পড়লেন। তিনি বললেন, সবকিছু চলছে ঠিকঠাক। এদিকে রেডজোনে থাকা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা।

শনিবার (৪ জুলাই) সকাল থেকে ২১ দিনের লকডাউনে পুরান ঢাকার ওয়ারী এলাকা। 

এদিকে জীবাণুমুক্তকরণ ও জরুরি সেবাদান ছাড়া কোনো গাড়ি প্রবেশের অনুমতি না থাকলেও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা নিজেই ভাঙলেন নিয়ম। ৮-১০ টি গাড়ির বহর নিয়ে প্রবেশ করলেন ভেতরে। কারণ জানতে চাইলে বললেন, ভুল হয়েছে।

এ বিষয়ে দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আরো বলেন, প্রথম দিন ছোটখাট কিছু জটলা থাকতে পারে। আমাদের তো অভিজ্ঞতা নেই। কালকে থেকে আর এরকম হবে না।  

এদিকে, প্রথম দিনে কঠোর অবস্থানে ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরিচয়পত্র ছাড়া কাউকে ঢুকতে-বের হতে দেয়া হয়নি। গৃহকর্মীরাও ভেতরে কাজে যাওয়ার অনুমতি পাননি। এদিকে ভেতরে থাকা ব্যবসা প্রতিষ্ঠানে যেতে না পারায় ক্ষতির আশঙ্কা জানান অনেক ব্যবসায়ী। ১ লাখেরও বেশি মানুষের বাস ওয়ারীতে এখন পর্যন্ত ৪৬ জন করোনা পজিটিভ হয়েছেন।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!