• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

লন্ডনে স্বেচ্ছাসেবক দল নেতার জরিমানা


প্রবাস বাংলা ডেস্ক নভেম্বর ৪, ২০১৮, ০৬:৫০ পিএম
লন্ডনে স্বেচ্ছাসেবক দল নেতার জরিমানা

অভিযুক্ত স্বেচ্ছাসেবক দল সভাপতি নাসির আহমেদ শাহিন

ঢাকা: লন্ডনে বাংলাদেশ হাইকমিশন ভাঙচুরের দায়ে যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমেদ শাহিনকে ১০২০ পাউন্ড জরিমানা করে রায় দিয়েছে লন্ডন ম্যাজিস্ট্রেট কোর্ট। গত ৩১ অক্টোবর (বুধবার) লন্ডন ম্যাজিস্ট্রেট কোর্টের জেলা জজ এ রায় দেন।

এসময় আদালত শাহিনের কর্মকাণ্ডকে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করে তার নির্দোষ আবেদন খারিজ করে দেন।

রোববার (৪ নভেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়েছে।

এছাড়া যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিকের বিরুদ্ধে হেন্ডন ম্যাজিস্ট্রেট আদালতে আগামী ৮ নভেম্বর আরেকটি বিচারের দিন ধার্য আছে।

এর আগে গত ১৬ অক্টোবর একই আদালতে ৩ জন ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে গঠিত বেঞ্চে এ মামলার সাক্ষী হিসেবে বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব ও চেন্সারি প্রধান সুদীপ্ত আলমের উপস্থিতিতে এ মামলার বিচারকার্য শুরু হয়।

একই সঙ্গে আদালত অভিমত ব্যক্ত করেন যে, জাতির পিতার প্রতিকৃতির সম্মানহানির মাধ্যমে জাতির আবেগ, সামাজিক ও মনস্তাত্বিক অনুভূতিতে আঘাত করা হয়েছে।

গত ৭ ফেব্রুয়ারি লন্ডনে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে বিএনপি এ হামলা ও ভাঙচুর চালায়।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!