• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

লবণ নিয়ে ক্রেতা-বিক্রেতাদের বাক-বিতণ্ডা, সংঘর্ষ ও ভাংচুর


দিনাজপুর প্রতিনিধি  নভেম্বর ১৯, ২০১৯, ০৬:৩২ পিএম
লবণ নিয়ে ক্রেতা-বিক্রেতাদের বাক-বিতণ্ডা, সংঘর্ষ ও ভাংচুর

দিনাজপুর: হঠাৎ বেড়ে গেছে লবণের দাম। এমন  গুজবে দিনাজপুর জেলাজুড়ে লবণ নিয়ে চলছে লঙ্কাকাণ্ড। দাম বাড়ানোর পাশাপাশি মজুত করার অভিযোগে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে বাক-বিতণ্ডা, সংঘর্ষ ও ভাংচুরের ঘটনাও ঘটেছে।

জানা যায়, ১৫ টাকার খোলা লবণ প্রতি কেজি ৫০ টাকা এবং প্যাকেটজাত ৩৫ টাকার লবণ এক’শ থেকে দেড়’শ টাকা কেজি দরেও বিক্রি হয়েছে। প্রয়োজনের চেয়ে অনেক বেশি লবণ মজুত করছে কোনো কোনো পরিবার। ৫ থেকে ১০ কেজি পর্যন্ত লবণ ক্রয় করছেন কেউ কেউ।

এরপর শহরের বিভিন্ন দোকানে লবণ ক্রয় করতে উপচে পড়া ভিড় দেখা গেছে। ভিড়ের কারণে যানজট লেগে ছিল শহরের বিভিন্ন রাস্তায়। এরই মধ্যে একাধিক স্থানে মারামারি, ভাংচুরের ঘটনাও ঘটতে দেখা যায়।

আর এই গুজব এড়াতে জেলা প্রশাসন মাইকে প্রচারের পাশাপাশি বাজার মনিটরিং সেল গঠন করেছে। অতিরিক্ত মূল্যে লবণ বিক্রির অভিযোগে স্থানীয় প্রশাসন ৬ জনকে আটক করেছে বলে দিনাজপুর জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম জানিয়েছেন।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!