• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

লবণের দাম নিয়ন্ত্রণের তাগিদ চামড়া ব্যবসায়ীদের


বিশেষ প্রতিনিধি আগস্ট ১১, ২০১৮, ০৩:৪৬ পিএম
লবণের দাম নিয়ন্ত্রণের তাগিদ চামড়া ব্যবসায়ীদের

ঢাকা: কোরবানির ঈদকে কেন্দ্র করে যাতে লবণের দাম না বাড়ে সেজন্য বাজারে তদারকি চান চামড়া ব্যবসায়ীরা। তারা বলছেন, এমনিতেই চামড়া খাতে মন্দাভাব লবণের কারণে সংরক্ষণ খরচ বাড়লে তা সামাল দেয়া কঠিন হবে।

দেশের সংগৃহীত চামড়ার অর্ধেকের বেশি আসে কোরবানির ঈদ থেকে। বিপুল পরিমাণ কাঁচা চামড়া সংরক্ষণের জন্য এই মৌসুমে চাহিদা বাড়ে লবণের। তাই লবণের দাম বাড়াতে কারসাজির চেষ্টা শুরু হয় বাজারে। সংরক্ষণ খরচ কমাতে প্রয়োজনের চেয়ে চামড়ায় কম লবণ দেন অনেকে। এতে নষ্ট হয় গুণগত মান। 

ব্যবসায়ীরা বলছেন, বর্তমানে চামড়া খাতে কিছুটা মন্দাভাব তাই লবণের দাম বাড়লে এর নেতিবাচক প্রভাব পড়তে বাধ্য।

যদিও ব্যবসায়ীরা বলছেন, দেশে চাহিদার লবণ তুলনায় উৎপাদন কম হলেও এখনই সংকটের আশঙ্কা নেই। তাই কোরবানি ঈদে দাম বাড়ার যৌক্তিকতা দেখছেন না তারা।

চামড়া ব্যবসায়ী সংগঠনের হিসাবে, কোরবানির চামড়া সংরক্ষণের জন্য এবার প্রায় দুই লাখ টন লবণের দরকার হবে। 

সোনালীনিউজ/জেডআরসি/জেএ

Wordbridge School
Link copied!