• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

লর্ডসে গিয়ে শচীনের মন খারাপ!


ক্রীড়া ডেস্ক আগস্ট ১০, ২০১৮, ০৬:১৬ পিএম
লর্ডসে গিয়ে শচীনের মন খারাপ!

শচীন টেন্ডুলকার

ঢাকা : ভারতীয় ক্রিকেটের ‘ঈশ্বর’ শচীন টেন্ডুলকারের মন খারাপ। লর্ডসে প্রথম দিন খেলা শুরুর আগে ঘণ্টা বাজানোর কথা ছিল মাস্টার ব্লাস্টারের। কিন্তু বৃষ্টিতে প্রথম দিনের খেলা ভেস্তে যাওয়ায় খুব স্বাভাবিকভাবেই হতাশ শচীন। টুইটারে নিজের বিরক্তি প্রকাশ করে বলেছেন, ‘লর্ডসে ঘণ্টা বাজিয়ে খেলা শুরু করার যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছিল। কিন্তু আবহাওয়া বেঁকে বসায় তা আর হলো না। আশা করব বাকি চারদিন ভালো ক্রিকেট দেখতে পাব।’

সুনীল গাভাস্কার, মনসুর আলি খান পতৌদি, দিলীপ বেঙ্গসরকার, রাহুল দ্রাবিড়, কপিল দেব, সৌরভ গাঙ্গুলিরা লর্ডসে ঘণ্টা বাজানোর সুযোগ পেয়েছেন। শচীন সে সুযোগ পেয়েও বৃষ্টির জন্য তা হাতছাড়া হওয়ায় বেশ হতাশ হয়েছেন।

বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৪–৫০ মিনিট নাগাদ প্রথম দিনের খেলা বাতিল হয়ে যায়। ১৯৯০ সালে লর্ডসে প্রথম টেস্ট খেলেছিলেন শচীন। ২০১০ সালে এমসিসির সাম্মানিক আজীবন সদস্যপদ পেয়েছেন। কিন্তু ঘণ্টা বাজানোর দুর্লভ সুযোগ হাতছাড়া হওয়ার হতাশা কিছুতেই কাটছে না

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/এইচএআর

Wordbridge School
Link copied!