• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

লাইফ সাপোর্টে আ. লীগ নেত্রী ফজিলাতুন্নেসা বাপ্পি


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ২৯, ২০১৯, ০৩:১৮ পিএম
লাইফ সাপোর্টে আ. লীগ নেত্রী ফজিলাতুন্নেসা বাপ্পি

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে লাইফ সাপোর্টে রাখা হয়েছে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ফজিলাতুন্নেসা বাপ্পিকে।  

রোববার (২৯ ডিসেম্বর) বাপ্পির স্বামী শেখ রফিক এতথ্য নিশ্চিত করেন।

এ বিষয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক জানান, নিউমোনিয়া ও শ্বাসকষ্ট নিয়ে বঙ্গবন্ধু মেডিকেলে ভর্তি হয়েছিলেন সাবেক সাংসদ বাপ্পি। অবস্থার অবনতি হলে রোববার সকালে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

দশম সংসদে তিনি আওয়ামী লীগের মনোনয়নে সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে দায়িত্ব পালন করেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ফজিলাতুন্নেসা বাপ্পি সুপ্রিম কোর্টে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে সহকারী অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে ছিলেন। 

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!