• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

লাল কার্ড দেখে ক্ষেপে গিয়ে একি করলেন জামাল ভুঁইয়া


ক্রীড়া ডেস্ক ডিসেম্বর ৯, ২০১৯, ০৮:১৫ পিএম
লাল কার্ড দেখে ক্ষেপে গিয়ে একি করলেন জামাল ভুঁইয়া

ঢাকা: সাউথ এশিয়ান (এসএ) গেমসে সোনা জয়ের লক্ষ্যে গিয়েছিল বাংলাদেশ দল। কিন্তু উল্টো পাঁচ দলের মধ্যে তৃতীয় স্থানে থেকে গেমস শেষ করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। ব্রোঞ্জ নিয়েই সন্তুষ্ট থাকতে হলো বাংলাদেশ দলকে। শুধু দলীয় ব্যর্থতাই নয়, অধিনায়ক জামাল ভুঁইয়ার আচরণ প্রবল সমালোচনার জন্ম দিয়েছে। 

নেপালের বিপক্ষে হারের ম্যাচে লালকার্ড দেখেছেন তিনি। শুধু তাই নয়, লাল কার্ড দেখার পর দু হাতে ধাক্কা দিয়েছেন লাইন্সম্যানকে! এমন মারাত্মক অপরাধ করে এখন নিষেধাজ্ঞার মুখে পড়ে গেছেন বাংলাদেশের ফুটবলের পোস্টার বয়। 

রোববার নেপালের বিপক্ষে বাঁচা মরার লড়াইয়ে ০-১ গোলে হেরে গেছে বাংলাদেশ। এই হারে পাঁচ দলের মধ্যে তৃতীয় হয়েছে জেমি ডে’র দল। ম্যাচের শেষ দিকে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় জামালকে। প্রতিপক্ষ খেলোয়াড়কে খুব বাজেভাবে ফাউল করেন তিনি। সবাইকে অবাক করে লাল কার্ড দেখার পর প্রধান ও সহকারী রেফারিকে ধাক্কা দেন তিনি! আহত নেপালি খেলোয়াড়ের শরীরে পা দিয়ে লাথিও মেরেছেন! আন্তর্জাতিক আইন অনুযায়ী খেলার মাঠে এসব আচরণ মারাত্মক অপরাধ।

জামাল ভুঁইয়ার ভাগ্য এখন নির্ভর করছে ম্যাচ কমিশনারের ওপর। ম্যাচ কমিশনার যদি তার প্রতিবেদনে রেফারির বক্তব্য উল্লেখ করে এএফসিতে জমা দেন, তাহলেই বড় শাস্তি হতে পারে জামালের। এসএ গেমসের ম্যাচগুলো আন্তর্জাতিক মর্যাদা না পেলেও ফিফার আইন মেনেই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। একটি ঘরোয়া ফুটবলের ম্যাচেও শাস্তি দেওয়ার ক্ষমতা রাখে এএফসি কিংবা ফিফা। অপরাধ প্রমাণিত হলে জামাল ভুঁইয়া ৬ ম্যাচ পর্যন্ত নিষিদ্ধ হতে পারেন।  সঙ্গে হতে পারে আর্থিক জরিমানাও। 

সোনালীনিউজ/আরআইবি/এমএএইচ

Wordbridge School
Link copied!