• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

লালনের গানে মুগ্ধতা ছড়াবেন সাবিনা ইয়াসমিন


বিনোদন প্রতিবেদক আগস্ট ৬, ২০১৮, ১১:১৯ এএম
লালনের গানে মুগ্ধতা ছড়াবেন সাবিনা ইয়াসমিন

সাবিনা ইয়াসমিন

ঢাকা: প্রখ্যাত কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন। আধুনিক ও দেশাত্মবোধক গানের পাশাপাশি রবীন্দ্রসংগীতেও সমান পারদর্শী তিনি। এবার লালনের গানে মুগ্ধতা ছড়াবেন তিনি। আসছে ঈদে ‘কোকিলকণ্ঠে লালন’ নামের একটি অনুষ্ঠানে শুধু লালনের গান শোনা যাবে সাবিনা ইয়াসমিনের কণ্ঠে। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। সম্প্রতি অনুষ্ঠানটি রেকর্ডিং সম্পন্ন হয়েছে।

এর আগে বিভিন্ন অনুষ্ঠানে বিচ্ছিন্নভাবে লালনের গান গেয়েছেন সাবিনা ইয়াসমিন। এবারই প্রথম শুধু লালনের গান গাইলেন তিনি। এ বিষয়ে সাবিনা ইয়াসমিন বলেন, ‘লালনের গানের মুগ্ধ শ্রোতা আমি। তার গান মনকে ছুঁয়ে যায়। সেই ভালো লাগা থেকেই লালনের গান গাওয়া শুরু। আশা করছি, শ্রোতারা অনুষ্ঠানটি পছন্দ করবেন।’

রেজওয়ানা চৌধুরী বন্যা বলেন, ‘বাংলাদেশের গানের পাখি নামটা বললেই যার কথা প্রথম মনে পড়ে তিনি সাবিনা ইয়াসমিন। অনুষ্ঠানটি শ্রোতারা দারুণ উপভোগ করবেন।

অনুষ্ঠানে ‘আমি গুরুকার্য মাথায় নিয়ে’, ‘খাঁচার ভিতর অচিন পাখি’, ‘আমার ঘরখানায় কে বিরাজ করে’, ‘কবে সাধুর চরণধূলি’, ‘পারে কে যাবি’ ও ‘চরণ ছিঁড়ে নারে ছিঁড়ে না’ গেয়ে শোনাবেন সাবিনা ইয়াসমিন। ‘কোকিলকণ্ঠে লালন’ অনুষ্ঠানটি দেখা যাবে ঈদের দিন চ্যানেল আইতে, বিকেল ৫টা ৪০ মিনিটে।

সোনালীনিউজ/বিএইচ

Wordbridge School
Link copied!