• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

লালমনিরহাটে একদিনে বজ্রপাতে ৪ জন নিহত


লালমনিরহাট প্রতিনিধি জুলাই ২, ২০২০, ০৪:৩১ পিএম
লালমনিরহাটে একদিনে বজ্রপাতে ৪ জন নিহত

ফাইল ছবি

ঢাকা : বজ্রপাতে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার পূর্ব বেজগ্রাম এলাকায়- ২ ও পাটগ্রামের দহগ্রামে-২ জন নিহত হয়েছেন। এরা মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত এবং দুইজন আহত হয়েছেন বলে জানা গেছে।

নিহতের পরিবার ও পুলিশ জানায়, লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার পূর্ব বেজগ্রামের রমজান আলীর পুত্র মন্টু মিয়া (৪৮) ও তার ভগ্নীপতি হামেদ আলীর পুত্র আতি মিয়া (৫০)।

অন্যদিকে পাটগ্রাম উপজেলার জাহিদুলসহ কয়েকজন দহগ্রামের সাকোয়া নদীতে মাছ ধরতে যায়। সকালে মাছ ধরা অবস্থায় খন্দকার আলীর পুত্র, জাহিদুল ইসলাম ও জহির উদ্দিনের পুত্র রাকিব হোসেন বজ্রপাতে নিহত হন এবং আহত হন আরো দুজন। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে পাটগ্রাম থানার ওসি (তদন্ত) মোজাম্মেল হক বলেন, ভোর ৫টার দিকে কয়েকজন দহগ্রামের শাকোয়া নদীতে মাছ ধরতে যায়। এ সময় বজ্রপাতে জাহিদুল ও রাকিব ঘটনাস্থলে নিহত এবং আরও দুজন আহত হন।

অন্যদিকে, সকাল ১০টার দিকে পূর্ব বেজগ্রামের মন্টু ও আতিয়ার কালীবাড়ির দোলায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত হন বলে হাতীবান্ধার থানার ওসি ওমর ফারুক নিশ্চিত করেছেন। 

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!