• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

লালমনিরহাটে করোনায় একদিনে সর্বোচ্চ আক্রান্ত ২৫


লালমনিরহাট প্রতিনিধি জুলাই ৪, ২০২০, ০১:০৭ পিএম
লালমনিরহাটে করোনায় একদিনে সর্বোচ্চ আক্রান্ত ২৫

লালমনিরহাট: লালমনিরহাটে গত একদিনে অদৃশ্য এ করোনা ভাইরাসে সর্বোচ্চ ২৫ জন আক্রান্ত হয়েছে। শুক্রবার রাতে লালমনিরহাট সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় এ তথ্য নিশ্চিৎ করেছেন। 

সিভিল সার্জন জানান, রংপুর মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাব ও ঢাকা শেরেবাংলা নগর ল্যাবে জেলার ১৩১ জনের নমুনা পরীক্ষা সম্পন্ন হয়। এতে পাটগ্রাম উপজেলার ১৭ জন, হাতীবান্ধা উপজেলায় ৪ জন, কালীগঞ্জ উপজেলায় ১ জন, আদিতমারী উপজেলায় ২ জনসহ মোট ২৪ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। 

এ ছাড়াও পাটগ্রামে একজনের ফলোআপ রিপোর্ট পজিটিভ এসেছে। এ নিয়ে, জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাড়িয়েছে ১৫১ জনের। তবে, এদের মধ্যে ৫২ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ও একজন মারা গেছেন । এদিকে, হঠাৎ করে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় শুক্রবার রাত থেকে জনমনে অনেকটা ভীতি লক্ষ্য করা গেছে। তবে, মানুষের মাঝে সচেতনতা না থাকায় ও স্বাস্থ্যবিধি না মানায় লালমনিরহাট করোনার ভান্ডারে পরিণত হচ্ছে বলে মনে করছেন জেলার  সচেতন নাগরিকগণ। 

সোনালীনিউজ/এসএ/টিআই

Wordbridge School
Link copied!