• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

লাশ আনার অপেক্ষায়...


বিনোদন প্রতিবেদক ডিসেম্বর ১৭, ২০১৮, ০২:৪৯ পিএম
লাশ আনার অপেক্ষায়...

ঢাকা : চিকিৎসাধীন অবস্থায় ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে মারা গেছেন বরেণ্য চলচ্চিত্রকার আমজাদ হোসেন। শুক্রবার বাংলাদেশ সময় দুপুর ২টা ৫৭ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।

তার মরদেহ দেশে ফিরিয়ে আনার ব্যাপারে তৈরি হয়েছে ধোঁয়াশা। কবে নাগাদ লাশ দেশে ফিরিয়ে আনা হবে সে ব্যাপারে নির্দিষ্ট তথ্য দিতে পারেননি কেউ।

গত শুক্রবার রাতে আমজাদ হোসেনের বড় ছেলে নির্মাতা সাজ্জাদ হোসেন দোদুল জানান, তার মরদেহ দেশে নিয়ে আসার প্রক্রিয়া চলছে। দেশীয় একটি গণমাধ্যমকে তিনি বলেন, ‘ইচ্ছে করলেই এখন আব্বাকে দেশে নিয়ে আসা সম্ভব নয়।

হাসপাতাল থেকে মরদেহ দেশে নিয়ে আসতে হলে নির্দিষ্ট প্রসেস মেইন্টেইন করতে হবে। কিন্তু শনি ও রোববার ব্যাংক বন্ধ থাকায় এ সমস্ত প্রসেস করতে আমাদের একটু সমস্যা হচ্ছে। তবুও আমরা সর্বোচ্চ চেষ্টা করছি শিগগির বাবাকে দেশে নিয়ে আসতে।’

আমজাদ হোসেনের মরদেহ দেশে আনার ব্যাপারে জানতে চাইলে ডিরেক্টর গিল্ডের সাধারণ সম্পাদক এসএ হক অলিক গতকাল বিকালে বলেন, ‘হাসপাতাল ও ওই দেশের কিছু প্রক্রিয়া আছে, সেগুলো করা হচ্ছে। পরিচালক মুশফিকুর রহমান গুলজার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। আশা করছি আজকে (গতকাল) রাতের মধ্যে আপডেট জানা যাবে।’

অলিক আশা করছেন সমস্ত প্রক্রিয়া শেষে আজ সকালের মধ্যে আমজাদ হোসেনের মরদেহ দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে।

একই বিষয়ে জানতে চাইলে আমজাদ হোসেনের পুত্রবধূ রাশেদা আক্তার লাজুক গতকাল সন্ধ্যায় বলেন, ‘আমরা বোরবার বা সোমবারের মধ্যেই উনাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছি। সাজ্জাদ হোসেন দোদুল দেশে সমস্ত কাগজপত্র তৈরি করছেন। দোদুলই লাশ গ্রহণ করবেন।’

 লাশ কোথায় দাফন করা হবে জানতে চাইলে লাজুক বলেন, ‘এই ব্যাপারে এখনো পারিবারিক কোনো সিদ্ধান্ত হয়নি। উনার ছেলেরা এই সিদ্ধান্ত  নেবেন। সিদ্ধান্ত হলে আমরা গণমাধ্যমকে জানিয়ে দেব।’

এর আগে, গত ১৮ নভেম্বর তেজগাঁওয়ের ইমপালস হাসপাতালে ভর্তি করা হয় আমজাদ হোসেনকে। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর সহযোগিতায় থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!