• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

লিটনকে নিয়ে আর শঙ্কা নেই


ক্রীড়া প্রতিবেদক ডিসেম্বর ১১, ২০১৮, ০৩:৪২ পিএম
লিটনকে নিয়ে আর শঙ্কা নেই

ছবি: সংগৃহীত

ঢাকা: মিরপুরে দ্বিতীয় ওয়ানডে শুরু হতে না হতেই বড় ধাক্কা খায় বাংলাদেশ দল। ওশানে টমাসের বলটা সরাসরি লেগেছে লিটন দাসের ডান পায়ের গোঁড়ালিতে। আর তিনি উঠে দাঁড়াতে পারেননি। স্ট্রেচারে করে মাঠে ছেড়েছেন লিটন, তীব্র ব্যথা নিয়ে ।

এরপর বাংলাদেশ ওপেনারকে দ্রুত নেওয়া হয়েছিল স্থানীয় এক ক্লিনিকে। আজ আবার প্রয়োজন হলে ব্যাট করতে পারবেন কি না সেটি নিশ্চিত হওয়া না গেলেও স্বস্তির খবর লিটনের গোঁড়ালিতে চিড় ধরেনি।

ইনিংসের দ্বিতীয় ওভারে টমাসের বলটা ফ্লিক করে খেলতে চেয়েছিলেন লিটন। কিন্তু টাইমিংয়ে হেরফের হওয়ায় সেই বলটি গিয়ে লাগল তাঁর পেছনের পায়ের গোঁড়ালিতে। ব্যথা তীব্র হওয়ায় উঠেই দাঁড়াতে পারলেন না। আঘাত কতটা গুরুতর কিংবা চিড় ধরেছে কি না, সেটি নিশ্চিত হতে দ্রুত তাঁকে এক্স-রে করতে নেওয়া হয় মিরপুরের ডিজিল্যাবে।

এক্স-রে শেষে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ব্যবস্থাপক সাব্বির খান সুখবরই দিয়েছেন, ‘লিটন নিয়ে আসা হয়েছে এক্স-রে শেষে। কোনো চিড় ধরা পড়েনি। যদি সে ব্যথাটা সামলাতে পারে আশা করা যাচ্ছে আজ ব্যাটিং করতে পারবে।’

প্রথম ওয়ানডেতে ৪১ রান করা লিটন আজ মাঠ ছাড়ার আগে করতে পেরেছেন ৫ রান।

সোনালীনিউজ/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!