• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

লুনার মনোনয়ন স্থগিত হাইকোর্টে


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ১৩, ২০১৮, ০৫:৫৮ পিএম
লুনার মনোনয়ন স্থগিত হাইকোর্টে

ঢাকা: সরকারি চাকরি থেকে অবসরের তিন বছর না হওয়ায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে জাতীয় ঐক্যফ্রন্টের ধানের শীষ প্রার্থী ও নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসীনা রুশদী লুনার মনোনয়ন স্থগিত করেছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) দুপুরে ওই আসনে জাতীয় পার্টির বর্তমান এমপি ও মহাজোট প্রার্থী ইয়াহইয়া চৌধুরী এহিয়ার এক রিট আবেদনের প্রেক্ষিতে লুনার মনোনয়ন স্থগিত করা হয়।

ইলিয়াসপত্নী লুনার সরকারি চাকরি (ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ রেজিস্ট্রার) পদ থেকে অবসর নেয়ার তিন বছর পার না হওয়া সত্ত্বেও সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করায় নির্বাচনী বিধি মোতাবেক তার মনোনয়ন স্থগিত করা হয়।

এর আগে এমপি এহিয়া এ বিষয়ে নির্বাচন কমিশনে দুই বার আপিল করেছিলেন। কিন্তু নির্বাচন কমিশন এহিয়ার আপিল খারিজ করেন।

এ বিষয়ে লুনার ব্যক্তিগত সহকারী ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম স্থগিতাদেশ দেয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে আমরা উচ্চ আদালতে আপিল করব।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!