• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

লেওয়ানডোস্কির জোড়া গোলে হৃদয় ভাঙল চেলসির


ক্রীড়া ডেস্ক আগস্ট ৯, ২০২০, ০১:১৬ পিএম
লেওয়ানডোস্কির জোড়া গোলে হৃদয় ভাঙল চেলসির

ঢাকা : অ্যালিয়াঞ্জ এরেনায় রাতটা নিজের করে নেন রবার্ট লেওয়ানডোস্কি। শনিবার (৯ আগস্ট) মাঠের লড়াইয়ে ছড়িয়ে দেন নান্দনিক ফুটবলের মুগ্ধতা। ফুটবল জাদু দেখিয়ে দলকে উপহার দেন জোড়া গোল। তার চমৎকার এ নৈপুণ্যে বায়ার্ন মিউনিখ ৪-১ গোলে হারিয়েছে চেলসিকে। ছিনিয়ে নিয়েছে চ্যাম্পিয়নস লিগের শেষ আটের টিকিট।

স্টামফোর্ড ব্রিজে টুর্নামেন্টের শেষ ষোল পর্বের প্রথম লেগে ৩-০ গোলের জয় দিয়ে এগিয়ে ছিল বায়ার্ন। ফিরতি লেগের দুর্দান্ত জয় দিয়ে দুই লেগ মিলিয়ে ৭-১ গোলের ব্যবধানে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে জার্মান চ্যাম্পিয়নরা।

ম্যাচ শুরুর দশ মিনিটের মধ্যেই পেনাল্টি থেকে বাভারিয়ানদের এগিয়ে দেন লেওয়ানডোস্কি। পরে সতীর্থদের দুটি গোলে সহায়তাও করেন। ২৫তম মিনিটে গোল ব্যবধান দ্বিগুণ করেন ইভান পেরিসিক। প্রথমার্ধের শেষ দিকে গোলরক্ষক ম্যানুয়েল নয়ারের ভুলে চেলসিকে গোল এনে দেন ট্যামি আব্রাহাম।

বদলি হিসেবে মাঠে নেমে গোলের দেখা পেয়ে যান বায়ার্নের কোরেনতিন তোলিসো। ম্যাচ শেষের সাত মিনিট আগে কোচ ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের শিষ্যদের হতাশ করে বলে মাথা ছুঁয়ে নিজের জোড়া গোল পূর্ণ করেন পোলিশ স্ট্রাইকার লেওয়ানডোস্কি। সব ধরনের প্রতিযোগিতা মিলে ৪৪ ম্যাচে এটি তার ৫৩ গোল।

শুক্রবার (১৪ আগস্ট) রাতে জিভে জল এনে দেওয়ার মতো এক ম্যাচের নকআউট সংস্করণের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মোকাবেলা করবে বার্সাকে।

সোনালীনিউজ/এএস

Wordbridge School
Link copied!