• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

লেবাননের নতুন প্রধানমন্ত্রী হাসান দিয়াব


আন্তর্জাতিক ডেস্ক জানুয়ারি ২২, ২০২০, ০৪:০১ পিএম
লেবাননের নতুন প্রধানমন্ত্রী হাসান দিয়াব

ঢাকা : প্রায় তিন মাস অপেক্ষা শেষে সংঘর্ষ ও সংঘাতের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের দেশ লেবাননে নতুন সরকার গঠিত হয়েছে।

প্রধানমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন দেশটির সাবেক শিক্ষামন্ত্রী হাসান দিয়াব। তিনি দেশটির রাজনৈতিক ও আধাসামরিক প্রতিষ্ঠান হিজবুল্লাহ সমর্থিক ব্যক্তি।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি সাবাহ জানিয়েছে, প্রায় এক মাস ধরে মতবিরোধের পর দেশটির মন্ত্রিসভার তালিকায় প্রেসিডেন্ট মিশেল আওন স্বাক্ষরিত বিবৃতিতে হাসান দিয়াবকে প্রধানমন্ত্রী ঘোষণা করা হয়।

সংবাদমাধ্যমটি আরো জানায়, হাসান দিয়াবের নেতৃত্বে নতুন সরকারের অধীনে ২০ সদস্যের মন্ত্রিসভা গঠিত হয়েছে। এতে অর্থমন্ত্রী করা হয়েছে গাজী ওয়াজনীকে।

হাসান দিয়াবকে প্রধানমন্ত্রী ঘোষণার একদিন আগে একটি টুইট করেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী সাদ হারিরি।

সোমবার টুইটে তিনি লেখেন, লেবাননে জরুরি ভিত্তিতে একটি নতুন সরকারের দরকার যা দেশকে তার ‘ধসের চক্র’ থেকে বের করে আনতে পারে।

একদিন পর দিয়াবের নতুন সরকারকে ‘একটি উদ্ধারকারী দল’ বলে আখ্যা দেন তিনি।

প্রসঙ্গত লেবাননে বিক্ষোভ, সংঘর্ষ লেগেই রয়েছে। দেশটির রাজধানী বৈরুতে চলতি সপ্তাহে সংঘর্ষে ১৬০ জনেরও বেশি মানুষ আহত হয়েছে। বিক্ষোভকারীরা সংসদ ভবনে হামলা চালানোর চেষ্টা করে এবং এটিএম বুথ, ব্যাংক, অফিস ও দোকান ভাঙচুর করে।

সরকার গঠনের পর পরিস্থিতি শান্ত করে আনাই হাসান দিয়াবের প্রধান চ্যালেঞ্জ বলে দেখা হচ্ছে।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!