• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শচীন-লারার মতোই কোহলি, মন্তব্য কিংবদন্তি অধিনায়কের


ক্রীড়া ডেস্ক নভেম্বর ১৫, ২০১৮, ১১:২৮ এএম
শচীন-লারার মতোই কোহলি, মন্তব্য কিংবদন্তি অধিনায়কের

ঢাকা : গোটা ক্রিকেটবিশ্বই বিরাট কোহলির প্রশংসায় পঞ্চমুখ। সেখানে অস্ট্রেলিয়ার সাবেক বিশ্বজয়ী অধিনায়ক স্টিভ ওয়াহই বা বসে থাকবে কেন? তিনি কোহলিকে দুই কিংবদন্তি ব্রায়ান লারা ও শচীন টেন্ডুলকারের সঙ্গে তুলনা করেছেন।

স্টিভ ওয়াহ বলেন,‘ বিরাট অনেকটা টেন্ডুলকার ও লারার মতো। গ্রেট খেলোয়াড়। আর বড় মুহূর্তগুলো ও উপভোগ করতে জানে। ও এগুলোর জন্য অপেক্ষা করে আর এই সময়গুলোতেই সে নিজেকে প্রমাণ করতে চায়। বিরাটই ভারতীয় দলের সবচেয়ে বিপজ্জনক ব্যাটসম্যান। তবে ওর দলে অনেক ভালো ভালো ব্যাটসম্যানও আছে।’

কোহলির এমন প্রশংসা করলেও তাঁর দল নিয়ে খুব একটা ধারণা নেই স্টিভের। এক ক্রিকেট ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে তিনি ভারতীয় দলের আসন্ন অস্ট্রেলিয়া সফর নিয়ে বলেন, ‘আমি ভারতের একাধিক দলের বিরুদ্ধে খেলেছি। কিন্তু সেই দলগুলোর চেয়ে এই দলটা ভালো কিনা, সে ব্যাপারে আমি ঠিক নিশ্চিত নই।’

ভারতীয় দলের প্রধান কোচ রবি শাস্ত্রীর ‘১৫ বছরে সেরা দল’ মন্তব্য নিয়ে স্টিভ বলেন, ‘এ ধরণের মন্তব্য বোধহয় না করাই ভালো। এতে দলের ওপর বাড়তি চাপ পড়ে।’

অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারানো যে সহজ হবে না সেটিও বলেছেন স্টিভ,‘ অস্ট্রেলিয়ায় গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো মোটেই সোজা নয়।

আমাদের বোলিং অন্য যে কোনও দলের মতোই ভালো। আমাদের বোলারদের উইকেট নেওয়ার ক্ষমতা রয়েছে। আমাদের ব্যাটসম্যানরা প্রথমে ব্যাট করে যদি ৩৫০ রান তুলতে পারে, তা হলে আমাদের হারানো কঠিন।’

সোনালীনিউজ/আরআইবি/এমটিআই

Wordbridge School
Link copied!