• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

‘শপথ নিলেই দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা’


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ২৫, ২০১৯, ০৮:৩৫ পিএম
‘শপথ নিলেই দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা’

ফাইল ছবি

ঢাকা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, দলীয় সিদ্ধান্ত অমান্য করে কেউ শপথ নিলে তা ‘সাংগঠনিক অপরাধ’ হিসেবে বিবেচনায় এনে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।

ঠাকুরগাঁও-৩ আসনে ধানের শীষের নির্বাচিত সদস্য জাহিদুর রহমান জাহিদের শপথ গ্রহণের পর বিএনপি মহাসচিব দলের এই সিদ্ধান্তের কথা জানান।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরীর কাছ থেকে শপথ নেন জাহিদুর রহমান জাহিদ।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দলের সিদ্ধান্ত হচ্ছে, শপথ গ্রহণ না করা। এই সিদ্ধান্তকে অমান্য করে যদি কেউ শপথ গ্রহণ করে থাকেন তা নিঃসন্দেহে সাংগঠনিক অপরাধ। অবশ্যই এরকম ব্যক্তির বিরুদ্ধে দ্রুতই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

মির্জা ফখরুল বলেন, আমি স্পষ্ট করে বলে দিতে চাই, বিএনপির সিদ্ধান্ত হচ্ছে শপথ গ্রহণ না করার। সুতরাং এখন প্রশ্নই উঠতে পারে না শপথ নেয়ার।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!