• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শরণখোলায় শিশু নির্যাতন প্রতিরোধে ক্যাম্পেইন


শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি মার্চ ২১, ২০১৯, ১০:৪২ পিএম
শরণখোলায় শিশু নির্যাতন প্রতিরোধে ক্যাম্পেইন

বাগেরহাট: শিশু বিয়ে, শিশু শ্রম ও শিশু নির্যাতন প্রতিরোধে বাগেরহাটের শরণখোলায় গণসচেতনতামূলক বর্ণাঢ্য ছাতা র‌্যালি, ক্যাম্পেইন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ মার্চ) অনুষ্ঠিত বর্ণাঢ্য এ কর্মসূচীতে স্বেচ্ছ্বাসেবী সংস্থা রূপান্তরের ‘ইপিকা’ প্রকল্পের ১৩টি কিশোর-কিশোরী ক্লাবের ৩৯০জন সদস্য অংশগ্রহণন করে।
ইউনিসেফের অর্থায়নে শিশু সুরক্ষা বিষয়ক এ প্রকল্পটি শরণখোলায় বাস্তবায়ন করছে রূপান্তর।

সকাল ১০টায় রায়েন্দা সরকারি পাইলট হাই স্কুল মাঠে ক্যাম্পেইন শেষে ছাতা র‌্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরিষদ চত্বরে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় ৮প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিংকন বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার সরকার, মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল হাই, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আলাউদ্দিন মাসুদ ও ইউনিসেফের খুলনা হেড অব জোন কফিল উদ্দিন।

অন্যদের মধ্যে ইউনিসেফ কর্মকর্তা সুফিয়া আক্তার, তানভীর আহমেদ, ইপিকা প্রকল্প সমন্বয়কারী কার্তিক রায়, রূপান্তর প্রতিনিধিশরিফুল বাসার, আলমগীর হোসেন মিরু প্রমূখ উপস্থিত ছিলেন।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!