• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শাওমির গেমিং মাউস


বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক আগস্ট ২৮, ২০১৮, ১১:৩৩ এএম
শাওমির গেমিং মাউস

ঢাকা: চীনের বিখ্যাত মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান শাওমি এইবার গেমিং মাউস নিয়ে আসছে। এই গেমিং মাউসটি তৈরি করার পিছনে প্রধান কারণ হলো সদ্য উন্মোচিত হওয়া গেমিং ল্যাপটপের সাথে যেন একই ব্র্যান্ডের গেইমিং মাউস ব্যবহার করা যায়। এটি একটি ওয়্যারলেস মাউস। তবে তা তার দিয়েও ব্যবহার করা যাবে।

এই গেমিং মাউসটিতে রয়েছে আরজিবি লাইটিং। সাথে থাকছে ৬টি বাটন। এর ফলে সহজে প্রোগ্রাম করা যাবে। এর ডান পাশে রয়েছে ৩টি গেইমিং বাটন।

এতে সর্বোচ্চ ৭২০০ ডিপিআই গেইমিং সেন্সর রয়েছে যার ফলে দ্রুত কার্সর নাড়ানো যাবে। সর্বোচ্চ ৫টি স্পিড মোড প্রোগ্রাম করা যাবে। এতে ৩০জি ট্র্যাকিং অ্যাক্সেলেরেশন এবং এর ট্র্যাকিং স্পিড ১৫০ আইপিএস। এই গেইমিং মাউসটিতে সর্বোচ্চ ১০০০ হার্জ পোলিং অপশন সেট করা যাবে।

১৩৭ গ্রাম ওজনের এই গেমিং মাউসটির মূল্য বাংলাদেশে  ৩ হাজার ৮০০ টাকা।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!