• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শাকিব-ববির ‘নোলক’ নিয়ে এবার সেন্সরে অভিযোগ


বিনোদন প্রতিবেদক মার্চ ১৪, ২০১৯, ১২:৪৮ পিএম
শাকিব-ববির ‘নোলক’ নিয়ে এবার সেন্সরে অভিযোগ

শাকিব খান-ববি

ঢাকা: সুপারস্টার শাকিব খান ও ববি অভিনীত আলোচিত সিনেমা নিয়ে এবার অভিযোগ যাচ্ছে সেন্সর বোর্ড।  আগামী রোববার সিনেমার পরিচালক রাশেদ রাহা সোনালীনিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।  রাশেদ রাহা বলেন, আমাকে বাদদিয়ে অন্যায় ভাবে সিনেমার প্রযোজক সাকিব ইরতেজা সনেট নিজেই পরিচালকের চেয়ারে বসেন। ছবিটির পরিচালকের মালিকানা পেতে তাই থানায় প্রাথমিক ডায়েরি করেছি, পরিচালক সমিতিতে অভিযোগ করেছি, এবার সেন্সর বোর্ড গিয়ে রোববার লিখিত অভিযোগ করবো।

রাশেদ রাহা বলেন, ‘ছবিটির আমি পরিচালক আমি এটা সবাই জানেন।আমার অধিকার পেতে সঠিক পথে সব চেষ্টাই করে যাবো। তাই এখন চলচ্চিত্রের সংগঠনের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানিয়ে রেখেছি। পরবর্তী সময়ে কোনো ধরনের ব্যক্তিগত আক্রমনের শিকার হলে যেন তাদের কাছে সাহায্য পাই। এই জন্যই সাধারণ ডায়েরি। এবার সেন্সর বোর্ডকে জানাতে চিঠি দেবো। আমার অধিকার ভিরে পেতে যা করার করবো’।

এর আগে নোলক ছবিটির পরিচালক হিসেবে কার নাম থাকবে এ নিয়ে দফায় দফায় আলোচনা কম হয়নি। চলচ্চিত্রের দুটি সংগঠন জটিলতা মিটিতে দিতে কয়েক দফা আলোচনায় বসে। তখন পরিচালক ও প্রযোজককে ডেকে নোলকের পরিচালক হিসেবে দুজনের নামই থাকার প্রস্তাব দেয়া হয়েছিল। শুরুতে রাশেদ রাহার নাম, পরে সাকিব ইরতেজা সনেটের। পরে তারা এ সিদ্ধান্তের বিষয়ে কিছুই জানায়নি। এখন জানা গেলো মালিকানা ফেরত পেতে আইনী পথেই হাটছেন রাশেদ রাহা।

রাশেদ রাহার সাধারণ ডায়েরির বিষয়টির তদন্ত কর্মকর্তা বাবলুর রহমান খান। তিনি রাশেদ রাহার প্রযোজকের সঙ্গে ছবির সমস্যা নিয়ে থানায় আসার কথা জানিয়েরেছন গণমাধ্যমে। চলচ্চিত্রের সংগঠনগুলোর সহায়তায় এটাকে তারা বিমাংসা করার চেষ্টা করবেন বলেও জানিয়েছেন। তবে রাশেদ রাহার সাধারণ ডায়েরি ও   সেন্সরে অভিযোগ বিষয়ে এখনও কোন মন্তব্য করেননি প্রযোজক সাকিব ইরতেজা সনেট।

সোনালীনিউজ/বিএইচ

Wordbridge School
Link copied!