• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আইজিপিকে সিইসির নির্দেশ


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ১৮, ২০১৮, ১১:২২ এএম
শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আইজিপিকে সিইসির নির্দেশ

ঢাকা : ভোটের মাঠে শান্তিপূর্ণ পরিবেশ বজায়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ মহা পরিদর্শককে (আইজিপি) নির্দেশনা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

সোমবার (১৭ ডিসেম্বর) আইজিপি’র সঙ্গে বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয় বলে জানান ইসি সচিব হেলালুদ্দীন আহমদ। জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপির অভিযোগের মধ্যে পুলিশ প্রধানকে ডেকে শান্তিশৃঙ্খলা বজায়ের নির্দেশ দিলো সিইসি।

সিইসির সঙ্গে বৈঠকে ইসি সচিব ছাড়াও আইজিপি মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, ঢাকার পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়া ও রিটার্নিং কর্মকর্তাও উপস্থিত ছিলেন। বৈঠকে পুলিশ প্রধানের কাছে সার্বিক পরিস্থিতিও জানতে চান সিইসি।

ইসি সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, ‘সিইসি বলেছেন-বিভিন্ন এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি আনরেস্ট দেখা যাচ্ছে। সার্বিক পরিস্থিতি জানতে চেয়েছেন; আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন সঠিক থাকে, শান্তিপূর্ণ থাকে আলাদাভাবে নির্দেশনা দিয়েছেন সিইসি। প্রার্থীরা যেন প্রচার চালাতে পারেন এমন ব্যবস্থা নিতে বলা হয়েছে।’

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!