• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শাবনূরের বান্ধবী হয়ে চলচ্চিত্র যাত্রা অপুর


বিনোদন প্রতিবেদক আগস্ট ১৭, ২০১৮, ০৬:৩৬ পিএম
শাবনূরের বান্ধবী হয়ে চলচ্চিত্র যাত্রা অপুর

ঢাকা : এনটিভির সাপ্তাহিক অনুষ্ঠান ‘স্বর্ণালি স্মৃতি’। প্রতি বৃহস্পতিবার রাত ৯টায় এ অনুষ্ঠানে আসেন তারকা শিল্পীরা। তাঁদেরই কিছু গান নিয়ে অনুষ্ঠানটি তৈরি করা হয়। গতকাল অনুষ্ঠানে এসেছিলেন জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। নিজের ছবি নিয়ে তিনি বিভিন্ন স্মৃতিচারণ করেন। অনুষ্ঠানটি পরিকল্পনা ও প্রযোজনা করেন ওয়াহিদুল ইসলাম শুভ্র, উপস্থাপনা করেন লাবণ্য।

অনুষ্ঠানে অপু বলেন, ‘আমি কিন্তু আসলে নৃত্যশিল্পীই হতে চেয়েছিলাম। নায়িকা হবো, এটা আসলে বুঝে উঠতে পারিনি। একটি সিনেমার কথা আমার বারবারই চলে আসে। সেটি হলো, ‘কাল সকালে’। সেই ছবিতে আমি শাবনূর আপার বান্ধবীর চরিত্রে অভিনয় করেছিলাম। ছবিটা রিলিজ হওয়ার পর এফআই মানিক স্যার আমাকে ফোন করেছিলেন। তাঁর ‘কোটি টাকার কাবিন’ ছবিতে নতুন মুখের একজন নায়িকা দরকার ছিল। তিনি ফোন দিয়ে জানতে চাইলেন, আমি কাজ করব কি না। ছবিটা করার খুব বেশি আগ্রহ ছিল না আমার।’

কেন করা হলো? অপু বলেন, ‘ছবিতে আমার বাবার চরিত্রে অভিনয় করেছিলেন রাজ্জাক আঙ্কেল। আমার মা উনার অনেক বড় ফ্যান ছিলেন। তখন তিনিই আমাকে উদ্বুদ্ধ করেন, যদি রাজ্জাক সাহেবকে সামনাসামনি দেখা যায়! এসব বিষয় থেকে আমার ছবিটি করা হলো। মুক্তি পাওয়ার পর ছবিটি হিট হলো, আমারও চলচ্চিত্র যাত্রা শুরু হলো।’

শাকিব খানের সঙ্গে জুটি কীভাবে, জানিয়ে অপু বলেন, ‘আসলে একটা ছবি রিলিজ হওয়ার পর যখন ছবিটি হিট হয়, তখন প্রযোজকরা আমাদের শিডিউল চাইত। দেখা গেল, সেই ছবিটি মুক্তি পাওয়ার পর হিট হলো। তখন কোনো প্রযোজক আমাদের শিডিউল নিল, আমরা দুজনই শিডিউল মিলিয়ে দিতাম।

পরে এমনও হয়েছে যে এক প্রযোজকের দুটি ছবিতে একসঙ্গে শিডিউল দিয়েছি। এভাবেই আসলে জুটি শুরু। আসলে দর্শক যদি পছন্দ করে, তা হলে প্রযোজরাও বাধ্য আমাদের নিতে। এবাবেই আসলে জুটি বাঁধা হয়ে গেছে’।

দর্শকদের উদ্দেশে তিনি বলেন, ‘বাংলাদেশি ছবিগুলো বেশি বেশি দেখবেন।’ একপর্যায়ে হেসে বলেন, ‘বিশেষ করে আমার ছবিগুলো দেখবেন। আমি নতুন আরো বেশ কয়েকটা ছবি করছি। সবাই ভালো থাকবেন।’

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!