• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শাস্ত্রীকে ইমরান খানের কথা মনে করিয়ে দেয় কোহলি


ক্রীড়া ডেস্ক ফেব্রুয়ারি ৫, ২০১৯, ০৮:৪৩ পিএম
শাস্ত্রীকে ইমরান খানের কথা মনে করিয়ে দেয় কোহলি

ছবি: সংগৃহীত

ঢাকা: বিরাট কোহলির সেরা প্রশংসাকারীদের মধ্যে রবি শাস্ত্রী একজন। তিনি ভারতের প্রধান কোচও। বিভিন্ন সময় বিভিন্নভাবে কোহলির প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন শাস্ত্রী। এবার কোহলির প্রশংসা করতে গিয়ে তাঁকে কিংবদন্তী ক্রিকেটার স্যার ভিভ রিচার্ডস এবং পাকিস্তানের কিংবদন্তি অধিনায়ক তথা প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে তুলনা করলেন শাস্ত্রী।

বুধবার ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ শুরু করছে ভারত। এই ম্যাচে অবশ্য খেলছেন না অধিনায়ক কোহলি। অতিরিক্ত ধকলের জন্য তাঁকে ছুটি দেওয়া হয়েছে। ইতিমধ্যেই স্ত্রী বলিউড অভিনেত্রী আনুশকা শর্মাকে নিয়ে দেশেও ফিরেছেন কোহলি। কিন্তু তাতে কী, দলে না থেকেও ভারতীয় শিবিরের আলোচনায় কোহলিই।

এদিন সংবাদ সম্মেলনে কোচ শাস্ত্রীকে কোহলির অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমার মনে হয় আমরা খুব ভাগ্যবান, আমরা বিরাট কোহলির মতো একজন অধিনায়ক পেয়েছি। বিরাট আমাকে ইমরান খানের কথা মনে করিয়ে দেয়। ও যেভাবে দলকে সামনে থেকে নেতৃত্ব দেয়, নিজেকে উদাহরণ হিসেবে তুলে ধরে তা সত্যিই প্রশংসনীয়। সব সময় এগিয়ে থেকে নেতৃত্ব দিতে পছন্দ করে বিরাট।’

শুধু ইমরান খান নয়, ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি স্যার ভিভিয়ান রিচার্ডসের সঙ্গেও কোহলির তুলনা করেন শাস্ত্রী, ‘ওনার সঙ্গে যদি কারো তুলনা করতে হয় তাহলে অবশ্যই সেটা কোহলি। ওর আগ্রাসন এবং পরিশ্রমী মানসিকতা আর কারো মধ্যে নেই। তাছাড়া ওর শৃঙ্খলা, অনুশীলন এবং দলের জন্য আত্মত্যাগ এককথায় অতুলনীয়।’

সোনালীনিউজ/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!