• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শাহজাদের কাছে এরকমই চেয়েছিলেন নাঈম


ক্রীড়া প্রতিবেদক নভেম্বর ১০, ২০১৬, ০৯:৪১ এএম
শাহজাদের কাছে এরকমই চেয়েছিলেন নাঈম

ঢাকা : আফগানরা যে দলের সঙ্গেই খেলুক তারা ভয়ডরহীন ক্রিকেট খেলেন। আর এই ভয়ডরহীন মনোভাবই তাদের ক্রিকেটকে অন্য উচ্চতায় নিয়ে গেছে। মোহাম্মদ শাহজাদ বিপিএলে প্রথম খেলতে এসে নিজেকে আরেকবার নতুন করে চেনালেন। 

আগে ব্যাট করে রংপুর রাইডার্সকে ১২৫ রানের সহজ লক্ষ্য দিয়েছিল তামিম ইকবালের চিটাগাং ভাইকিংস। কিন্তু সহজ লক্ষ্যকে মারমুখি ব্যাটিং করে আরো সহজ বানিয়ে ফেললেন শাহজাদ। স্পিনার কিংবা পেসার কাউকে পাত্তা দিলেন না। চার-ছয়ের নেশা পেয়ে বসা শাহজাদ ততক্ষণে উইকেটের চারপাশে শটস খেলতে শুরু করেছেন। দেখা গেলো ভারতের ওয়ানডে ও টি২০ অধিনায়ক মহেন্দ্র  সিং ধোনির ট্রেডমার্ক হয়ে ওঠা বিখ্যাত সেই হেলিকপ্টার শটও। 

প্রথম ম্যাচ খেলতে নেমেই ৯ উইকেটের বড় জয় পেলো রংপুর রাইডার্স। ১২৫ রানের মধ্যে একাই শাহজাদ করেছেন ৮০ রান। মাত্র ৫২ বলে ১১ চার, তিন ছক্কায় তিনি এই রান করেন। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে রংপুরের অধিনায়ক নাঈম ইসলাম বলে গেলেন, তার কাছে নাকি এমনটাই প্রত্যাশাই ছিল, ‘ও খুবই ভালো ব্যাটিং করেছে। ও আসলে এরকম ব্যাটসম্যানই। তার কাছে আমাদের প্রত্যাশাও ছিল এরকম।’

তবে এ জন্য শাহজাদকে নিজের খেয়াল খুশি মতো শট খেলার লাইসেন্স আগেই দিয়ে রেখেছিল রংপুর টিম ম্যানেজম্যান্ট। এই সুযোগটাই দারুনভাবে কাজে লাগিয়েছেন শাহজাদ। নাঈম বলেন, ‘ওর প্রতি পরামর্শ ছিল যে মাঠে গিয়ে নিজের খেলাটা খেলবে। পরিস্থিতি যাই হোক নিজের মতোই যেন ব্যাটিং করে।’

সোনালীনিউজ/ঢাকা/এমটিআই

Wordbridge School
Link copied!