• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

শাহজালাল ইসলামী ব্যাংক ও ব্রাক স্ব্যাজন এক্সচেঞ্জের চুক্তি সই


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ২৭, ২০১৯, ০৫:৫১ পিএম
শাহজালাল ইসলামী ব্যাংক ও ব্রাক স্ব্যাজন এক্সচেঞ্জের চুক্তি সই

ছবি : সোনালীনিউজ

ঢাকা : শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের করপোরেট প্রধান কার্যালয়ে শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড এবং ব্র্যাক স্ব্যাজন এক্সচেঞ্জ লিমিটেড (BRAC Saajan Exchange Limited, UK)-এর সঙ্গে রেমিটেন্স সম্পর্কিত বিষয়ে রোববার (২৭ জানুয়ারি) একটি চুক্তি স্বাক্ষরিত হয়। শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম. শহীদুল ইসলাম ও ব্র্যাক স্ব্যাজন এক্সচেঞ্জ লিমিটেড (BRAC Saajan Exchange Limited, UK)-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আব্দুস সালাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে উক্ত চুক্তিতে স্বাক্ষর করেন।

উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক এম. আখতার হোসেন, ব্যাংকের জনসংযোগ ও ব্যাংক ফাউন্ডেশনের প্রধান মো. সামছুদ্দোহা সিমু, ইন্টারন্যাশনাল ডিভিশনের প্রধান মোহাম্মদ আব্দুল মজিদসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উক্ত চুক্তির আওতায় এখন থেকে যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশীগণ তাদের উর্পাজিত অর্থ দ্রুত, সহজে ও নিরাপদে শাহজালাল ইসলামী ব্যাংকের সকল শাখার মাধ্যমে তাদের আপনজনদের/সুবিধাভোগীদের নিকট প্রেরণ করতে পারবেন।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!