• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শাহজালালে আজ ২ ঘণ্টা বিমান উঠা-নামা বন্ধ


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ১১, ২০১৯, ১০:২২ এএম
শাহজালালে আজ ২ ঘণ্টা বিমান উঠা-নামা বন্ধ

ঢাকা : বিমান বাহিনীর মহড়ার কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২ ঘণ্টা ২০ মিনিট সব ধরনের উড়োজাহাজ ওঠা-নামা বন্ধ থাকবে।

বুধবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা ৫০ মিনিট পর্যন্ত বিমান ওঠা নামা বন্ধ থাকার নোটাম (NOTAM) জারি করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

এভিয়েশন সংশ্লিষ্টরা জানান, নোটিশ ফর এয়ারম্যান-নোটাম (NOTAM) হচ্ছে রুটে বা উড়োজাহাজের সুরক্ষাকে প্রভাবিত করতে পারে এমন কোনও সম্ভাব্য বিপদের জন্য উড়োজাহাজ চালকদের সতর্ক করতে বিমানবন্দর কর্তৃপক্ষের আগাম বার্তা।

আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসের ন্যাশনাল প্যারডের সঙ্গে যে এয়ার শো অনুষ্ঠিত হবে, তার মহড়ার জন্যই এই নিষেধাজ্ঞা জারি করেছে বিমানবন্দর কর্তপক্ষ।

মঙ্গলবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক তৌহিদ-উল-আহসান বলেন, ‘১৬ ডিসেম্বর বিজয় দিবসের প্যারোডে এয়ার শো আয়োজনের মহড়ার জন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সব ধরনের উড়োজাহাজ উড্ডয়ন ও অবতরণ বুধবার দুই ঘণ্টা ২০ মিনিট সব ধরনের ফ্লাইট বন্ধ থাকবে।’

তবে এই সময়ে উড়োজাহাজ ওটানামা ছাড়া বিমানবন্দরের অন্য কার্যক্রমগুলো যথারীতি চলবে বলে জানান তিনি।

সোনালীনিউজ/এএস

Wordbridge School
Link copied!